পাঁচ. হাজী যুবক
প্রশ্নোত্তমালিক ইবনে দীনার হজ্বের
সফরে পায়ে হেঁটে একটি যুবককে হজ্জ্বের
উদ্দেশ্যে পথ চলতে দেখেন। তার
সাথে কোন প্রকার সামান-পত্র ছিল
না। আরোহনের জন্য কোন সাওয়ারীর
ব্যবস্থাও ছিল না। ইবনে দীনার
তাকে সালাম করলেন। যুবক সালামের
উত্তর দিল। অতঃপর দু’জনের
মধ্যে কথাবার্তা শুরু হলো।
ইবনে দীনার ঃ হে যুবক!
কোথা হতে আসছ?
যুবক ঃ আল্লাহর দরবার থেকে।
ইবনে দীনার ঃ কোথায় যাবে?
যুবক ঃ আল্লাহর দরবারে।
ইবনে দীনার ঃ সামানপত্র কোথায়?
যুবক ঃ আল্লাহর জিম্মায়।
ইবনে দীনার ঃ খালি হাতে তো যাওয়া
যাবে না, কোন পথ-সম্বল আছে কি?
যুবক ঃ আল্লাহ পাকের ৫টি শব্দ
সম্বল আছে।
ইবনে দীনার ঃ শব্দ পাঁচটি কি?
যুবক ঃ ﻛﻬﻴﻌﺺ
ইবনে দীনার ঃ এর অর্থ কি?
যুবক ঃ ﻙ অর্থঃ ﻛﺎﻓﻲ যথেষ্ট, ﻩ
অর্থ ﻫﺎﺩﻱ পথপ্রদর্শনকারী, ﻳﺎ
অর্থ আশ্রয়দাতা, ﻉ অর্থঃ ﻋﻠﻴﻢ
সর্বজ্ঞ, ﺹ অর্থ ﺻﺎﺩﻕ
ওয়াদা পূরণকারী। সুতরাং যার জন্য
আল্লাহ যথেষ্ট, পথপ্রদর্শনকারী,
আশ্রয়দাতা, সর্বজ্ঞ ও
ওয়াদা পূরণকারী হবেন, তার ভয়
আছে কি? সামানপত্রের বোঝা বহনের
প্রয়োজন তার আছে কি?
শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানান ।এটা আপনার আমার সকলের দ্বায়িত্ব ।প্রকাশক ও সম্পাদক সৈয়দ রুবেল উদ্দিন
Next Post যুবকের নছীহত - যুবকের কবিতা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন