প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন!!!
সুনামগঞ্জ জেলার দক্ষিণসুনামগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের
বাড়িতে মঙ্গলবার থেকে অনশন শুরু
করছেন এক প্রেমিকা। তার নাম
ছাবিকুন বেগম (১৫)। সে উপজেলার
পাথারিয়া ইউনিয়নের হাসার চর গ্রামের
আব্দুল কুদ্দুছ মিয়ার কন্যা ও স্থানীয়
গণিগঞ্জ ষোলগ্রাম উচ্চ বিদ্যালয়ের
ছাত্রী। প্রেমিকের নাম মো. আলমগীর
হোসে ন(২০)। সে একই গ্রামের মো.
ছান মিয়ার ছেলে। স্থানীয়
এলাকাবাসী জানান, স্থানীয়
বখাটে প্রেমিক আলমগীর হোসেন
স্থানীয় ষোলগ্রাম উচ্চ বিদ্যালয়ের
সপ্তম শ্রেণীর ছাত্রী ছাবিকুন
নেছাকে বাড়ি থেকে স্কুলে যাতায়তের
পথে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব
করতো। প্রথম প্রথম প্রেমের
প্রস্তাবে রাজি না হওয়া ছাবিকুন
বেগমকে ভয়ভীতি দেখাতো।
একপর্যায়ে প্রেম করতে ছাবিকুন বাধ্য
হয়। এরপর তারা ধীরে ধীরে ঘনিষ্ঠ
হতে থাকে। মেলামেশার
সম্পর্কে জড়িয়ে পড়ে। কিছু দিন
ধরে সে আলমগীরকে বিয়ের জন্য চাপ
সৃষ্টি করলে পরিবারের লোকজন
রাজি হবে না বলে জানিয়ে দেয়। হ্যালো-
টুডেকে স্থানীয়রা জানান, এমন
পরিস্থিতিতে গত মঙ্গলবার
থেকে প্রেমিকা ছাবিকুন বেগম প্রেমিক
আলমগীরের বাড়িতে এসে অনশন শুরু
করে। অনশনের খবর
ছড়িয়ে পড়লে স্থানীয় গ্রাম্য মাতব্বর
ও পাথারিয়া ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান মো. আমিনুর রশিদ
বিষয়টি মীমাংশার চেষ্টা করেন। এসময়
প্রেমিকাকে প্রেমিকের
প্রতিবেশী স্থানীয় ইউপি সদস্য হোসেন
আহদের জিম্মায় দিলে তাকে ঘরে আটক
রেখে এবং খাবার না দিয়ে সাবেক মেম্বার
জাহানপুর গ্রামের ফয়জুর রহমান
আলমগীরের পক্ষ নিয়ে রাতে প্রেমিকার
উপর অত্যাচার চালায়।
বর্তমানে প্রেমিকার
অবস্থা আশংকাজনক। নিজ
বাড়ীতে অনশনের সংবাদ পেয়ে আলমগীর
এলাকা ছেড়ে পালিয়ে গেছে। —
প্রকাশক ও সম্পাদক সৈয়দ রুবেল উদ্দিন
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন