পূর্বকথা
মাসআলাইসলাম একটি পূর্নাঙ্গ জীবন-বিধান।
কুফর,নেফাক, শিরক, বেদআত,
মুনাফেকী, গুমরাহী, মুনকারাত
ইত্যাদি গোনাহ ও অন্যায়কে ইসলাম
সামান্যতম প্রশ্রয় দেয় না।
একথা স্বতঃসিদ্ধ যে, একমাত্র
ইসলামের অনুশীলনের মাধ্যমেই মানুষ
ইহকাল ও পরকালের
শান্তি এবং নিরাপত্তা সুনিশ্চিত
করতে পারে। পবিত্র
কুরআনে বলা হয়েছে- ﺗِﻠْﻚَ ﺍﻟﺪَّﺍﺭُ
ﺍﻟْﺂﺧِﺮَﺓُ ﻧَﺠْﻌَﻠُﻬَﺎ ﻟِﻠَّﺬِﻳﻦَ ﻟَﺎ ﻳُﺮِﻳﺪُﻭﻥَ
ﻋُﻠُﻮًّﺍ ﻓِﻲ ﺍﻟْﺄَﺭْﺽِ ﻭَﻟَﺎ ﻓَﺴَﺎﺩًﺍ
ﻭَﺍﻟْﻌَﺎﻗِﺒَﺔُ ﻟِﻠْﻤُﺘَّﻘِﻴﻦَ “এই পরকাল
আমি তাদের জন্য নির্ধারিত করি,
যারা দুনিয়ার বুকে ঔদ্ধত্য প্রকাশ
করতে ও অনর্থ সৃষ্টি করতে চায়
না।” ( সূরা কাসাস ঃ ৮৩) ইসলাম
মানুষের আমল-আখলাকের
প্রতি অধিক গুরুত্ব আরোপ
করে থাকে। একারণেই পাপাচার, অপরাধ
প্রবণতা, ফিৎনা-ফাসাদ
ইত্যাদি ইসলামে সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
শিরক ইসলামের
দৃষ্টিতে সর্বাপেক্ষা গুরুতর ও
অমার্জনীয় অপরাধ। আল্লাহপাক
ইরশাদ করেন- ﺇِﻥَّ ﺍﻟﻠَّﻪَ ﻳَﺄْﻣُﺮُﻛُﻢْ ﺃَﻥْ
ﺗُﺆَﺩُّﻭﺍ ﺍﻟْﺄَﻣَﺎﻧَﺎﺕِ ﺇِﻟَﻰٰ ﺃَﻫْﻠِﻬَﺎ ﻭَﺇِﺫَﺍ
ﺣَﻜَﻤْﺘُﻢْ ﺑَﻴْﻦَ ﺍﻟﻨَّﺎﺱِ ﺃَﻥْ ﺗَﺤْﻜُﻤُﻮﺍ
ﺑِﺎﻟْﻌَﺪْﻝِ ۚ ﺇِﻥَّ ﺍﻟﻠَّﻪَ ﻧِﻌِﻤَّﺎ ﻳَﻌِﻈُﻜُﻢْ ﺑِﻪِ
ﺇِﻥَّ ﺍﻟﻠَّﻪَ ﻛَﺎﻥَ ﺳَﻤِﻴﻌًﺎ ﺑَﺼِﻴﺮًﺍ
“নিশ্চয় আল্লাহ তাকে ক্ষমা করেন
না, যে তার সাথে কাউকে শরীক করে।
এ
ছাড়া যাকে ইচ্ছা ক্ষমা করেন।” (সূরা
নিসা : ৫৮)
Post by Dawtul Haq.
Blog eidtor_Syed Rubel.
ইহুদী, খৃষ্টান, হিন্দু ,বৌদ্ধ, নাস্তিক ও দেশের নারীবাদীদের ইসলামের বিরুদ্ধে করা সকল অপপ্রচারের দাঁত ভাঙ্গাঁ জবাব দেখুন এই পোস্ট টি থেকে
শেয়ার করে আপনার বন্ধুদের কে জানার সুযোগ দিন ।আপনি জেনেছেন হয়তো সে জানেনা ।আমার ব্লগ বাড়ীতে বেড়াতে আসার জন্য আপনাকে ধন্যবাদ ।সাথে থাকুন সব সময় ।আল্লাহ্ হাফেজ ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন