স্বভাবের গরমিল

কোন মন্তব্য নেই
মাসআলা
ফটো ও কার্টুনের যত উপকারিতাই
বলা হোক না কেন, এবং বর্তমান
অত্যাধুনিক প্রগতির যুগে এর যতই
মূল্য দেয়া হোক না কেন
আসলে এটা এমন একটি পাপ কাজ, যার
সাথে নবুওয়াতী স্বভাবের কোন মিল
নেই। পবিত্রতার সাথেও এর কোন
সংশ্রব নেই। যারা পৃথিবীর
সর্বাপেক্ষা অভিশপ্ত ও নিকৃষ্ট,
পূতপবিত্র ফেরেশতা স্বভাবের
সাথে তাদের অপবিত্র ও অভিশপ্ত
স্বভাবের মিল না হওয়াই স্বভাবিক।
হযরত আয়শা সিদ্দীকা রা. বলেন, ﺇﻥ
ﺍﻟﻨﺒﻰ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭ ﺳﻠﻢ ﻟﻢ
ﻳﻜﻦ ﻳﺘﺮﻙ ﻓﻰ ﺑﻴﺘﻪ ﺷﻴﺌﺎ ﺍﻟﺦ
“রাসূলে পাক সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম নিজ গৃহে কোন
জিনিসের মধ্যে ফটো দেখার
সাথে সাথে তা মিটিয়ে ফেলতেন
অথবা চুর্ণ-বিচূর্ণ করে ফেলতেন।”
বুখারী মুসলিমসহ হাদীসের বিভিন্ন
কিতাবে হযরত আবু হুরাইরা ও হযরত
আলী রা.-এর সূত্রে বর্ণিত আছে যে,
রাসূলে পাক সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ﺍﻥ
ﺍﻟﻨﺒﯽ ﺻﻠﯽ ﺍﻟﻠﮧ ﻋﻠﯿﮧ ﻭﺳﻠﻢ ﻟﻢ
ﯾﮑﻦ ﯾﺘﺮﮎ ﻓﯽ ﺑﯿﺘﮧ ﺷﯿﺌﺎ ﺍﻟﺦ
যে ঘরে কুকুর ও ফটো থাকে, সেই
ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ
করে না। হযরত শাহ ওয়ালিউল্লাহ রহ.
তার রচিত ‘হুজ্জাতিল্লাহিল বালিগাহ’
কিতাবে উপরোক্ত হাদীসের
ব্যাখ্যা করে বলেন- ﻟﻤﺎ ﮐﺎﻧﺖ
ﺍﻟﺘﺼﺎﻭﯾﺮ ﻓﯿﮩﺎ ﻣﻌﻨﯽ ﺍﻻﺻﻨﺎﻡ
অর্থাৎ যেহেতু ফটোর মধ্যে মূর্তির
প্রকৃতি বিদ্যমান রয়েছে আর পবিত্র
জগত থেকে মূর্তি ও মূর্তিপুঁজারীদের
উপর অভিশাপ বর্ষিত হয়, এই কারণেই
ফটোর প্রতি ফেরেশতাদের অত্যন্ত
ঘৃণা রয়েছে। সুতরাং যে নাপাক ও হারাম
বস্তুর প্রতি রাসূলে পাক সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম-এর এত অধিক
ঘৃণা ও ক্ষোভ রয়েছে এবং যে ফটোর
প্রতি সর্বদা অভিশাপ ও আযাব নাযিল
হয়, যা থেকে সতর্ক ও বেঁচে থাকার
জন্য বার বার হুাঁশিয়ারি উচ্চারণ
করা হয়েছে, সেই হারাম ফটোর
ব্যাপারে মুসলমানদের ঈমানের
দাবী কী হওয়া উচিত, তা বলার
অপেক্ষা রাখে না। নাপাক পায়খানার
মধ্যে উপকারের দিক
বিবেচনা করা যায়; কিন্তু কোন পবিত্র
স্বভাবের অধিকারী ব্যক্তির
পক্ষে পায়খানাকে উপকারী বলে হালাল
বলা কি সম্ভব? নাপাক বস্তুকে যতই
সুন্দর আবরণে আবৃত করা হোক
না কেন, তার উপকারিতা, মহত্ত্ব্ ও
প্রয়োজনীয়তার উপর যতই কবিতা,
প্রবন্ধ ও বইপুস্তক রচনা করা হোক
না কেন, নাপাক নাপাকই থেকে যায়।
আগুন ব্যতীত অন্য কোন বস্তুই
তাকে পাক করতে পারে না।
যদি আমাদের অন্তর্দৃষ্টি উদাসীনতার
আবরণে আচ্ছাদিত না হতো,
তাহলে আমাদের নাকে ফটোর দুর্গন্ধ
অবশ্যই অনুভূত হত।


Post by Dawtul Haq.Blog eidtor_Syed Rubel.ইহুদী, খৃষ্টান, হিন্দু ,বৌদ্ধ, নাস্তিক ও দেশের নারীবাদীদের ইসলামের বিরুদ্ধে করা সকল অপপ্রচারের দাঁত ভাঙ্গাঁ জবাব দেখুন এই পোস্ট টি থেকেশেয়ার করে আপনার বন্ধুদের কে জানার সুযোগ দিন ।আপনি জেনেছেন হয়তো সে জানেনা ।আমার ব্লগ বাড়ীতে বেড়াতে আসার জন্য আপনাকে ধন্যবাদ ।সাথে থাকুন সব সময় ।আল্লাহ্ হাফেজ ।

কোন মন্তব্য নেই :