জুলুম নিরসনের উপায়
তবে জুলুমের হার যতই কম হোকনা কেন এর নিরসনের
প্রচেষ্টা করা জরুরী। তাই এ
সম্পর্কে কিছু সমাধান দেয়া হচ্ছে।
আসলে ভদ্র পরিবারের মধ্য
থেকে তারাই সাধারণত দ্বিতীয় বিবাহ
করতে হিম্মত করে যারা দৈহিক শক্তির
সাথে সাথে অর্থনৈতিকভাবেও
স্বাবলম্বী। এই
বিষয়টিকে সম্মুখে রেখে বলা যায় যে,
১. দ্বিতীয় বিবাহের
মুহূর্তে স্বয়ং স্বামী অথবা মেয়ের
অভিভাবকদের প্রস্তাব
অনুপাতে জায়গা জমী কিংবা চাকরীর
অর্থের এক অংশ স্ত্রীর
নামে রেজিষ্ট্রি করে নেয়া যেতে পারে।
স্বামীর পক্ষ থেকে স্ত্রীর অধিকার
আদায়ে বিড়ম্বনা দেখা দিলে
রেজিষ্ট্রারিকৃত সম্পদের
দ্বারা তা পূরণ করা যেতে পারে।
২. বিবাহের সময় দ্বিতীয় বিবাহ
না করার শর্ত আরোপ
করা যেতে পারে। শর্ত না মানার
কারণে ইমাম আহমাদের মাজহাব
অনুযায়ী মেয়েকে বিবাহ রহিতকরণের
অধিকার দেয়া যেতে পারে। ইবনুল
কাইয়্যুম জাউজিয়াহ বলেন-
ﻭﺍﺧﺘﻠﻒ ﻓﻲ ﺷﺮﻁ ﺍﻥ ﻻ ﻳﺸﺘﺮﻱ
ﻋﻠﻴﻬﺎﻭﻻﻳﺘﺰﻭﺝ ﻋﻠﻴﻬﺎﻓﺎﻭﺟﺐ
ﺍﺣﻤﺪ ﻭﻏﻴﺮﻩ ﺍﻟﻮﻓﺎﺀﺑﻪ ﻭﺍﻻ ﻓﻠﻬﺎ
ﺍﻟﻔﺴﺦ ﻋﻨﺪ ﺍﺣﻤﺪ )ﺯﺍﺩ ﺍﻟﻤﻌﺎﺩ
ﺝ ৪ ﺹ৬)
বিবাহের সময়ের শর্তাবলি পূরণ
করা জরুরী কি না এ
ব্যাপারে মতবিরোধ রয়েছে, ইমাম
আহমাদ দ্বিতীয় বিবাহ
না করা এবং দাসী গ্রহণ না করার
শর্ত পূরণ করা কে জরুরী বলেন।
তিনি বলেন স্বামী এই শর্ত পূরণ
না করলে স্ত্রীর জন্য বিবাহ
রহিতকরণের অধিকার থাকবে।
তবে ভিন্ন মাজহাবের উপর আমলের
ব্যাপারে হক্কানী উলামাদের এই
পরামর্শ বিশেষ প্রয়োজনে কার্যকর
করা যেতে পারে, সাধারণ অবস্থায় নয়।
৩. স্বামী তার স্ত্রীর অধিকার
আদায়ে উদাসীন হলে স্ত্রী বর্ণিত
তরীকায় বিবাহ রহিত করণের জন্য
আইনের আশ্রয় নিতে পারে।
সূত্রঃ বাংলাদেশের অন্যতম বৃহত্তরদাওয়াতি সংগঠন মজলিসে দাওয়াতুলহক। এর মৌল উদ্দেশ্য মানব জীবনেসকল ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহুআলাইহি ওয়াসাল্লামের সুন্নত ওআদর্শের প্রতিফলন ঘটানো।কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহুআলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা-অনুসরণের মাধ্যমে আল্লাহ তাআলারইবাদত আনুগত্যের দাবি পূরণ করাই হলএকজন মুসলমানের ইহকালীন জীবনেরমূল উদ্দেশ্য।।শেয়ার করে আপনার বন্ধুদের কে জানার সুযোগ দিন ।আপনি জেনেছেন হয়তো সে জানেনা ।আমার ব্লগ বাড়ীতে বেড়াতে আসার জন্য আপনাকে ধন্যবাদ ।সাথে থাকুন সব সময় ।আল্লাহ্ হাফেজ ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন