112সূরা এখলাছ (মক্কায় অবতীর্ণ), আয়াত সংখ্যা 6[বাংলা অর্থ সহ]

কোন মন্তব্য নেই
ﺑِﺴْﻢِ ﺍﻟﻠّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤـَﻦِ
ﺍﻟﺮَّﺣِﻴﻢِ
শুরু করছি আল্লাহর
নামে যিনি পরম করুণাময়,
অতি দয়ালু। eee
Ayahs: | 1-4 |
ﻗُﻞْ ﻫُﻮَ ﺍﻟﻠَّﻪُ ﺃَﺣَﺪٌ
(1
বলুন, তিনি আল্লাহ, এক,
Say (O Muhammad
(Peace be upon
him)): ”He is Allâh,
(the) One.
ﺍﻟﻠَّﻪُ ﺍﻟﺼَّﻤَﺪُ
(2
আল্লাহ অমুখাপেক্ষী,
Allâh-us-Samad.
(The Self-Sufficient
Master, Whom all
creatures need, He
neither eats nor
drinks).
ﻟَﻢْ ﻳَﻠِﺪْ ﻭَﻟَﻢْ ﻳُﻮﻟَﺪْ
(3
তিনি কাউকে জন্ম
দেননি এবং কেউ তাকে জন্ম
দেয়নি
”He begets not, nor
was He begotten;
ﻭَﻟَﻢْ ﻳَﻜُﻦ ﻟَّﻪُ ﻛُﻔُﻮًﺍ ﺃَﺣَﺪٌ
(4
এবং তার সমতুল্য কেউ
নেই।
”And there is none
co-equal or
comparable unto
Him.”
Ayahs: | 1-4 |

তারপরের সূরা "113) সূরা ফালাক্ব (মদীনায় অবতীর্ণ), আয়াত সংখ্যা 5[বাংলা অর্থ সহ]

এই সূরা টি ফেসবুকে শেয়ার করে আপনার দ্বীনি ভাই বোনদের কে কোরআন শিক্ষা দিন । যে কোরআনের একটি অক্ষর শিখবে, দয়াময় আল্লাহ তাঁর আমলনামায় দশটি নেকী লিখবেন ।যে শিখাবে, তাকেও দশটি নেকী দেওয়া হবে ।সর্বশ্রেষ্ঠ তিনি কোরআন শিক্ষা গ্রহন ও অন্যদেরকে কোরআনের শিক্ষা দেয় যিনি ।হে মহান আল্লাহ তাঁয়ালা, দ্বীনি খেদমতে আমাদের সবাইকে কবুল করুন ।আমিন । প্রকাশক ও সম্পাদক সৈয়দ রুবেল উদ্দিন

কোন মন্তব্য নেই :