রাজনৈতিক নেতাদের প্রতি
মাসআলাঅত্যন্ত পরিতাপের বিষয়
এবং আমাদের দুর্ভাগ্য যে, আমাদের
প্রশাসনের কর্তৃত্ব ও
চাবিকাঠি বহুদিন যাবত এমন লোকদের
হাতে কুক্ষিগত হয়ে আছে যাদের
অধিকাংশই হচ্ছে তথাকথিত
প্রগতিবাদী ও পাশ্চাত্যবাদী।
তারা আল্লাহর দেয়া জীবন-বিধানের
স্থলে ধর্মনিরপেক্ষতা তথা
ধর্মহীনতার অনুরাগী ও অনুসারী।
তাদের নিকট শরীয়ত ও সুন্নতের কোন
মূল্য নেই। লজ্জা-শরম, পবিত্রতা,
চারিত্রিক স্বচ্ছতা,
আত্মমর্যাদা এবং ঈমান ও
জাতীয়তাবোধ বলতে তাদের মধ্যে লেশ
মাত্র নেই। ধোঁকাবাজী, মিথ্যা আর
মুনাফেকী হচ্ছে তাদের রাজনীতির মূল
পাথেয়। মানুষ হত্যা, লুটতরাজ আর
নারীভোগের স্বাধীনতা হচ্ছে তাদের
তথাকথিত উন্নত সমাজের আসল রূপ!
নির্লজ্জতা আর
অপসংস্কৃতি হচ্ছে তাদের জীবনের
শোভা; এ ছাড়া যুবক-যুবতীদের অবাধ
মেলামেশা হচ্ছে তাদের আধুনিক
সভ্যতা ও নারী স্বাধীনতার গৌরব।
তারা ইউরোপীয় সভ্যতাকে মানব
সভ্যতার গৌরব মনে করে থাকে। যার
ফলশ্র“তিতে আজ সারা বিশ্ব
অধঃপতনের চরম স্তরে উপনীত
হয়েছে। আল্লাহপাকের ক্রমাগত
আযাবের কারণে আজ জাতি দিশাহারা।
এমন শোচনীয় মুহূর্তেও যারা মুসলিম
জাগরণ, ইসলামী বিপ্লব ও
ইসলামী প্রশাসন কায়েমের জন্য
সাহসী ভূমিকা পালনে সক্রিয় রয়েছেন,
দেশ ও জাতির মুক্তি ও ইসলামের
প্রচার-প্রসারে তাদের এ অবদান
অবশ্যই প্রশংসনীয়। তাদের সার্বিক
সাহায্য-সহযোগিতায় সর্বশ্রেণীর
মুসলমানদেরকে এগিয়ে আসা একান্ত
আবশ্যক। সকলে মিলে এক বৃহত্তম
ঐক্যশক্তি গড়ে তোলা এবং বাস্তবমুখী
কর্মসূচী বাস্তবায়নে সর্বশক্তি
প্রয়োগ করার এখনই উপযুক্ত সময়।
কিন্তু মনে রাখতে হবে যে, এই
ঐক্যপ্রক্রিয়া এবং এর স্থায়িত্ব
নির্ভর করে শরীয়ত ও সুন্নতের সঠিক
অনুশীলনের উপর। যারা এর বিকল্প
পথের সন্ধান করে তারা কোনদিন
অভীষ্ট লক্ষ্য অর্জন
করতে পারবে না; তাদের
মধ্যে কোনদিন সামগ্রিক ঐক্য
স্থায়ী হবে না। একথাও স্মরণ
রাখতে হবে যে, অতীতে কোন কালেই
মুসলমানগণ বস্তু শক্তির
মাধ্যমে বিজয়ী হতে পারেনি। বদর,
ওহুদ, খন্দক ও হুনাইনসহ কোন যুদ্ধেই
মুসলমানগণ বস্তু শক্তির
মাধ্যমে বিজয় লাভ করেনি; বরং তাদের
বিজয় অর্জিত হয়েছে মহান
আল্লাহপাকের অসীম শক্তি তাদের
অনুকূলে থাকার কারণে এবং তাঁরই পরম
সাহায্য-সহযোগিতায়। আর
খোদায়ী শক্তি ও সাহায্য লাভের
প্রধান দুটি শর্ত হচ্ছে নেক আমল
এবং গোনাহ বর্জন।
Post by Dawtul Haq.
Blog eidtor_Syed Rubel.ইহুদী, খৃষ্টান, হিন্দু ,বৌদ্ধ, নাস্তিক ও
দেশের নারীবাদীদের ইসলামের
বিরুদ্ধে করা সকল অপপ্রচারের দাঁত ভাঙ্গাঁ জবাব দেখুন এই পোস্ট টি থেকে
শেয়ার করে আপনার বন্ধুদের কে জানার সুযোগ দিন ।আপনি জেনেছেন হয়তো সে জানেনা ।আমার ব্লগ বাড়ীতে বেড়াতে আসার জন্য আপনাকে ধন্যবাদ ।সাথে থাকুন সব সময় ।আল্লাহ্ হাফেজ ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন