ফটোর চারিত্রিক প্রতিক্রিয়া

কোন মন্তব্য নেই
মাসআলা
ফটো চিত্রে সুশ্রী বালক
এবং রূপসী যুবতীদের উলঙ্গ
অর্ধোলঙ্গ ছবি ছাপানো, প্রকাশ,
প্রচার ও প্রদর্শনী হয়ে থাকে, যার
কারণে মানুষের মনে প্রাণে বিরূপ
প্রতিক্রিয়ার সৃষ্টি হয়, চিন্তাশক্তির
বিকৃতি ঘটে। অগোচরে অবৈধ প্রেম ও
ভালোবাসার অনুভূতি জন্ম নেয়।
অন্তর ও চিন্তাশক্তির ভিতর এক
প্রেমচিত্র স্থায়ীভাবে অংকিত
হয়ে পড়ে। অগণিত যুবক-
যুবতী অপদৃষ্টির স্বাদ
আস্বাদনে পাগলপারা হয়ে সর্বস্ব
ধ্বংস করে দেয়। অনেক সময় বিবাহ-
শাদীর পূর্বে ফটো আদান-প্রদানের
মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করে, এই
সিদ্ধান্ত অনেক সময় ধ্বংসের কারণ
হয়। আমাদের বর্তমান যুগের যুবক-
যুবতীদের মধ্যে নির্লজ্জ ফিল্ম
দেখা এবং নভেল পড়ার আগ্রহ
অত্যন্ত বৃদ্ধি পেয়েছে। আজ যাবতীয়
অপরাধের মধ্যে শতকরা সত্তর ভাগ
এ সমস্ত যুবক যুবতীদের
দ্বারা সংঘটিত হয়। এমতাবস্থায়
জাতির কল্যাণ এবং নিরাপত্তার
প্রয়োজনেই অবাধে অপ্রয়োজনে ফটোর
ছড়াছড়ি হারাম এবং বন্ধ
ঘোষণা করা আবশ্যক।

Post by Dawtul Haq.Blog eidtor_Syed Rubel.ইহুদী, খৃষ্টান, হিন্দু ,বৌদ্ধ, নাস্তিক ও দেশের নারীবাদীদের ইসলামের বিরুদ্ধে করা সকল অপপ্রচারের দাঁত ভাঙ্গাঁ জবাব দেখুন এই পোস্ট টি থেকেশেয়ার করে আপনার বন্ধুদের কে জানার সুযোগ দিন ।আপনি জেনেছেন হয়তো সে জানেনা ।আমার ব্লগ বাড়ীতে বেড়াতে আসার জন্য আপনাকে ধন্যবাদ ।সাথে থাকুন সব সময় ।আল্লাহ্ হাফেজ ।

কোন মন্তব্য নেই :