ফটো সম্পর্কে মিশরী আলেমদের মতামত

কোন মন্তব্য নেই
মাসআলা
ফটো তোলা মহাপাপ ও কবীরা গোনাহ।
এ ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্তের
বিরোধিতা করে সর্বপ্রথম
একটি কিতাব রচনা করেন মিশর আল
আযহার বিশ্ববিদ্যালয়ের শায়খ
মুহাম্মাদ মুতীয়ী। তিনি “ইবাহাতুস
সুওয়ার” নামক কিতাবে ক্যামেরার
মাধ্যমে ফটো তোলাকে জায়েয
বলে ফতওয়া দেন এবং এর
পক্ষে যুক্তি পেশ করেন। কিন্তু
সারা মুসলিম বিশ্বে এহেন মন্তব্যের
কারণে তার বিরুদ্ধে প্রতিবাদের ঝড়
ওঠে। মিশরের উলামা মাশায়েখগণ তার
বিরুদ্ধে জোরালো প্রতিবাদ করেন
এবং স্বয়ং তার একান্ত প্রিয় ছাত্র
“আন্নাহযা আল ইসলামিয়া’ নামক
কিতাবে স্বীয় শায়খ ও উস্তাদের
ফটো বিষয়ক বক্তব্যের
প্রতিবাদে কলম ধরেন। শেখ মুহাম্মাদ
মুতীয়ীর ছাত্র শায়খ মুস্তফা এক
পর্যায়ে লিখেছেন, “সমস্ত উম্মতের
গোনাহর ভার একা শায়খ মুহাম্মাদ
মুতীয়ীর কাঁধে পড়বে।
কেননা তিনি একটি মারাত্মক গোনাহ্র
দরজা উন্মুক্ত করেছেন।”

Post by Dawtul Haq.Blog eidtor_Syed Rubel.ইহুদী, খৃষ্টান, হিন্দু ,বৌদ্ধ, নাস্তিক ও দেশের নারীবাদীদের ইসলামের বিরুদ্ধে করা সকল অপপ্রচারের দাঁত ভাঙ্গাঁ জবাব দেখুন এই পোস্ট টি থেকেশেয়ার করে আপনার বন্ধুদের কে জানার সুযোগ দিন ।আপনি জেনেছেন হয়তো সে জানেনা ।আমার ব্লগ বাড়ীতে বেড়াতে আসার জন্য আপনাকে ধন্যবাদ ।সাথে থাকুন সব সময় ।আল্লাহ্ হাফেজ ।

কোন মন্তব্য নেই :