108) সূরা কাওসার (মক্কায় অবতীর্ণ), আয়াত সংখ্যা 3[বাংলা অর্থ সহ]

কোন মন্তব্য নেই
ﺑِﺴْﻢِ ﺍﻟﻠّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤـَﻦِ
ﺍﻟﺮَّﺣِﻴﻢِ
শুরু করছি আল্লাহর
নামে যিনি পরম করুণাময়,
অতি দয়ালু। eee
Ayahs: | 1-3 |
ﺇِﻧَّﺎ ﺃَﻋْﻄَﻴْﻨَﺎﻙَ ﺍﻟْﻜَﻮْﺛَﺮَ
(1
নিশ্চয়
আমি আপনাকে কাওসার দান
করেছি।
Verily, We have
granted you (O
Muhammad (Peace
be upon him)) Al-
Kauthar (a river in
Paradise);
ﻓَﺼَﻞِّ ﻟِﺮَﺑِّﻚَ ﻭَﺍﻧْﺤَﺮْ
(2
অতএব আপনার
পালনকর্তার
উদ্দেশ্যে নামায পড়ুন
এবং কোরবানী করুন।
Therefore turn in
prayer to your Lord
and sacrifice (to
Him only).
ﺇِﻥَّ ﺷَﺎﻧِﺌَﻚَ ﻫُﻮَ ﺍﻟْﺄَﺑْﺘَﺮُ
(3
যে আপনার শত্রু, সেই
তো লেজকাটা, নির্বংশ।
For he who makes
you angry (O
Muhammad (Peace
be upon him)), - he
will be cut off
(from every good
thing in this world
and in the
Hereafter).
Ayahs: | 1-3 |

তারপরের সূরা "109) সূরা কাফিরুন (মক্কায় অবতীর্ণ), আয়াত সংখ্যা 6[বাংলা অর্থ সহ]
এই সূরা টি ফেসবুকে শেয়ার করে আপনার দ্বীনি ভাই বোনদের কে কোরআন শিক্ষা দিন । যে কোরআনের একটি অক্ষর শিখবে, দয়াময় আল্লাহ তাঁর আমলনামায় দশটি নেকী লিখবেন ।যে শিখাবে, তাকেও দশটি নেকী দেওয়া হবে ।সর্বশ্রেষ্ঠ তিনি কোরআন শিক্ষা গ্রহন ও অন্যদেরকে কোরআনের শিক্ষা দেয় যিনি ।হে মহান আল্লাহ তাঁয়ালা, দ্বীনি খেদমতে আমাদের সবাইকে কবুল করুন ।আমিন । প্রকাশক ও সম্পাদক সৈয়দ রুবেল উদ্দিন

কোন মন্তব্য নেই :