মানবতা বিরোধীদের বিচার চাই, না হলে আমার বিচার চাই
স্বাধীনতা তুমি কাজী নজরুলের
ঝঁকরা চুলের বাবরি দোলান মহান পুরুষ
সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা । ৫২
ভাষা আন্দোলন, ৬৯এর
গণঅভ্যুথান,৭১ এর
স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল
বীর বাঙ্গালিরা মাতা, মাতৃভাষা ও
মাতৃভুমিকে রক্ষার জন্যে । ৩০লক্ষ
শাহীদের রক্তে অর্জিত সাধীনতা ৪১
বছর পর কি পেল ?? হা পেয়েছি
১) জাঃবিঃ ছাত্রলীগের সোনার
ছেলে মানিকের ১০০ বোনের ইজ্জত
নষ্ট করে সঞ্চুরীর উৎসব পেয়াছি ।
২) প্রাশ্চের অক্সফোর্ড
ঢাঃবিঃ ক্যাম্পসে আমার বোন বাধন
কে বিবস্ত্র করলো সোনার
ছেলারা হা অনেক পেয়াছি ।
৩) মিষ্টি চেহারার ছোট্র তৃষা ,কলেজ
ছাত্রী নাহার, ইলোরা, সানি, তিন্নি ,
শান্তারা সোনার ছেলেদের উৎপাতে গলায়
উড়না জড়িয়ে জীবন বিলিয়ে দিয়েছে ।
এসব কি সাধীনতার প্রাপ্তি?
৪) ইডেন কলেজের
নারী নেত্রীরা ছাত্রীদের দুর্বলতার
সুযোগে নিয়ে মন্ত্রী এমপি দের
আনন্দের জন্যে জোরপূর্বক
ছাত্রীদেরকে মন্ত্রী এমপি দের বাসায়
পাটায় রাত কাটানোর জন্যে । পেলাম
না কোথায় ?
৫) ২৮শে অক্টোবর ০৬
রাজপথে লগি বৈঠা দিয়ে মানুষ
হত্যা করে মৃত দেহের উপর উঠে নৃত্যের
দৃশ্য সারা দুনিয়ার মানুষ অবলোকন
করেছে । কি পেলাম না ?
৬) রাজপথে গামা হত্যা, সাংবাদিক
নির্যাতন , দিবালোকে প্রশাসন
দ্বারা নারীদের ইজ্জতের উপর হাত,
স্বরাষ্ট্র মন্ত্রির ঘোষনা প্রশাসন
আগের চেয়ে অনেক ভালো । পাওয়ার
মতো আর কি বাকি থাকে ?
৭) ইসলাম প্রিয় নেত্রীবৃন্দের উপর
অমানবিক নির্যাতন
বিনা বিচারে জেলে বন্দী করে রাখা ।
মানবতা আজ পদদলিত, বিচারের
বানী নীরবে নিভৃত্তে অশ্রু বসর্জন
দিচ্ছে ।যারা নিজেকে মানুষ বলে পরিচয়
দিতে চায় তাঁদের দৃষ্টিতে ওই বিষয়
গুলি কতটুকু মানবিক সেটা আজ পশ্নের
দাবী রাখে ।
যদি সেটি মানবতা বিরোধী হয়
তাহলে আমি সোচ্চার ভাবে ওই সবের
বিচার চাই । আর সেটা যদি অন্যায় হয়
তাহলে বিচারের মাফ কাঁটিতে আমার
বিচার চাই
www.facebook.com/
bortomanprekapotoektiporjalocana
আমি চীৎকার
করে কাঁদিতে যাইয়া করিতে পাড়ি না চীৎকার
বুকের
বেথা বুকে চাপাইয়া নিজেকে করি ধিক্কার ...... —
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন