চোখের জ্বালাপোড়ায় করণীয়

কোন মন্তব্য নেই
কারণ কী?
 চোখের পানি শুকিয়ে যাওয়া
 চোখের অ্যালার্জি
 বাতরোগ
 চোখের পাপড়ির গোড়ায় প্রদাহ
 চোখের অপারেশন
 ঘুমের সময় চোখ বন্ধ না হওয়া
 চোখের কালো মণিতে ভাইরাস
সংক্রামণ
 কালো ধোঁয়া, ধুলোবালি চোখে পড়লে
 চোখে রাসায়নিক পড়লে। যেমন—চুন,
এসিড ইত্যাদি
 চোখে ওষুধের রিঅ্যাকশন
হলে (স্টিভেন জনসন সিনড্রোম)
 চোখের ড্রপ ব্যবহারেও প্রাথমিক
অবস্থায় চোখ জ্বলতে পারে।
করণীয়
 রাস্তাঘাটের কালো ধোঁয়া ও
ধুলোবালি থেকে চোখ রক্ষা করার জন্য
সানগ্লাস ব্যবহার করুন।
 চোখের পানি কমে গেলে দেরি না করে
চিকিৎসকের পরামর্শ
নিয়ে চোখে কৃত্রিম চোখের পানি ড্রপ
হিসেবে ব্যবহার করা যেতে পারে।
 পানি শুকিয়ে যাওয়ার কারণ যেমন—
বাতরোগ, শোগ্রেন সিনড্রোম
ইত্যাদি রোগের চিকিৎসা করাতে হবে।
 সালফার-জাতীয় ওষুধে যাদের
অ্যালার্জি আছে, তাদের তা বর্জন
করতে হবে।
 চিকিৎসকের পরামর্শে চোখের
অ্যালার্জি এবং কর্নিয়ায় ভাইরাস
সংক্রমণের চিকিৎসা করাতে হবে।
 চোখ বেশিক্ষণ বন্ধ রাখলে অনেক
ক্ষেত্রে চোখের জ্বালা কমে। সে জন্য
পর্যাপ্ত ঘুমের প্রয়োজন।
 চোখে কেমিক্যাল
পড়লে সঙ্গে সঙ্গে চোখে বেশি করে পানি
দিয়ে অনেক সময় ধরে ধুয়ে ফেলতে হবে।
তারপর দেরি না করে চিকিৎসকের
পরামর্শ নিতে হবে।
 চোখে ড্রপ দেওয়ার কারণে চোখ
জ্বললে ভয় পাবেন না।
আস্তে আস্তে কমে যাবে। মূল রোগের
চিকিৎসা বন্ধ করবেন না।
প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ
নেবেন।
শামস মোহাম্মদ নোমান
চক্ষু বিশেষজ্ঞ, চট্টগ্রাম চক্ষু
হাসপাতাল ও প্রশিক্ষণকেন্দ্র
পাহাড়তলী, চট্টগ্রাম



সূত্রঃ বাংলা হেলথ ।শেয়ার করে আপনার বন্ধুদের কে জানার সুযোগ দিন ।আপনি জেনেছেন হয়তো সে জানেনা ।আমার ব্লগ বাড়ীতে বেড়াতে আসার জন্য আপনাকে ধন্যবাদ ।সাথে থাকুন সব সময় ।আল্লাহ্ হাফেজ ।

কোন মন্তব্য নেই :