ধ্বংস করা হচ্ছে মুসলমানদের প্রথম কিবলা

কোন মন্তব্য নেই

**এড়িয়ে যাবেন না, পড়ে দেখুন।
"মসজিদুল আকসা", মুসলমানদের প্রথম
কিবলা যা ধ্বংস করার ঘৃন্য
পরিকল্পনা করা হয়েছে! একজন মুসলিম
হিসেবে এটা নিজে জানা এবং অন্যকে জানানো আপনার
জন্য জরুরী।**
মসজিদুল আকসা, মুসলমানদের প্রথম
কিবলা। এটি জেরুজালেমে অবস্থিত। এই
মসজিদটি মুসলমানদের অনেক আবেগের
একটি বিষয়। কিন্তু এটাকে ধ্বংস করার
পরিকল্পনা চলছে!!!
উপরের ছবিতে লক্ষ্য করুন, বাম পাশের
ছবিতে দেখা যাচ্ছে "আল আকসা"
মসজিদ। নিচের ছবিতে দেখুন এর কাছেই
আরেকটা মসজিদ তৈরি করা হয়েছে,
"আল শাখরা মসজিদ" যেটা ডান পাশের
ছবিতে দেখানো হয়েছে। কিন্তু এই
শাখরা মসজিদকেই আল
আকসা হিসেবে পরিচিত করা হচ্ছে!!!
আপনি গুগলে সার্চ দিয়ে দেখবেন আসল
আল আকসা মসজিদের পাশাপাশি আল
শাখরা মসজিদের ছবিও আসে। এর কারন
কি?
এর কারন, ইহুদিরা নতুন প্রজন্মকে আল
আকসা মসজিদ সম্পর্কে দ্বিধাবিভক্ত
করতে চায়। তারা এই মসজিদ
সম্পর্কে মানুষকে জানতে দিতে চায়না।
অনেকে মনে করছেন,
ইহুদিরা পরিকল্পনা করেছে এক সময়
তারা আসল মসজিদটিকে ধ্বংস
করবে আর এটা নিয়ে বিতর্ক
সৃষ্টি হলে তারা আল শাখরা মসজিদ
কে দেখিয়ে বলবে মসজিদের কিছু
করা হয়নি।
তবে, যতই পরিকল্পনা করা হোক
না কেনও, আল্লাহ সকল
পরিকল্পনা নষ্ট করে দিবেন। আল্লাহ
তায়ালা নিজেই রক্ষা করবেন এটাকে।
সবাই এই বিষয়টি সম্পর্কে সচেতন হন
এবং শেয়ার করে জানিয়ে দিন সবাইকে।

শেয়ার করুন,
তাহলে আরো অনেকেই জানতে পারবে।
_________________________________
এটা একটা সচেতনতা মূলক পোষ্ট।
অহেতুক ক্যাচাল সৃষ্টি করবেন না,
বিভ্রান্তি কিংবা ক্যাচাল
সৃষ্টি করা কমেন্ট সমূহ ডিলেট
করে দেয়া হবে । ছবিটি শেয়ার করুন
সবার চিনে রাখা ভালো কোনটা আল আকসা আর কোনটা আল আল শাখরা।
ধন্যবাদ।
_________________________________
সৌজন্যে-চরমপত্র আমার ব্লগ বাড়ীতে বেড়াতে আসার জন্য আপনাকে ধন্যবাদ ।সাথে থাকুন সব সময় ।আল্লাহ্ হাফেজ ।

কোন মন্তব্য নেই :