অণ্ডথলি ফুলে যাওয়া

কোন মন্তব্য নেই
অণ্ডথলি ফুলে যাওয়া হলো অণ্ডথলি
অস্বাভাবিক বড় হওয়া। আর
অণ্ডথলি হলো এমন একটা থলি যার
মধ্যে অণ্ডকোষ থাকে।
যেকোনো বয়সী পুরুষের
অণ্ডথলি ফুলে যেতে পারে। এর
সাথে ব্যথা থাকতে পারে, আবার না-ও
থাকতে পারে। এটা অণ্ডথলির এক
পাশে অথবা দু’পাশেই হতে পারে।
অণ্ডকোষ এবং পুরুষাঙ্গ জড়িত
থাকতে পারে, অথবা না-ও
থাকতে পারে।
অণ্ডথলি ফুলে যাওয়ার কারণ-
০ আঘাত
০ হার্নিয়া
০ কনজেসটিভ হার্ট ফেইলিওর
০ হাইড্রোসিল
০ অণ্ডকোষের প্রদাহ
০ অণ্ডকোষে প্যাঁচ খাওয়া
০ ভ্যারিকোসিল বা অণ্ডথলির শিরার
স্ফীতি
০ কিছু নির্দিষ্ট ওষুধ
০ যৌনাঙ্গ এলাকায় শল্য চিকিৎসা
অণ্ডকোষে প্যাঁচ
খাওয়া একটি মারাত্মক জরুরি অবস্থা।
এ ক্ষেত্রে অণ্ডথলির
মধ্যে অণ্ডকোষ পেঁচিয়ে যায় এবং এর
ফলে অণ্ডকোষে রক্ত সরবরাহ বন্ধ
হয়ে যায়। যদি দ্রুত প্যাঁচ খোলা না যায়
তাহলে অণ্ডকোষ স্থায়ীভাবে নষ্ট
হয়ে যেতে পারে।
ঘরোয়া চিকিৎসা
০ প্রথম ২৪
ঘণ্টা অণ্ডথলিতে বরফের সেক
দিতে হবে। এরপর সিজবাথ
নিলে ফোলা কমবে।
০ যদি ব্যথা তীব্রহয়
তাহলে একটি তোয়ালে পাকিয়ে
অণ্ডকোষের ঠিক নিচে দু’পায়ের
মাঝে রাখতে হবে। এতে ব্যথা ও
ফোলা দুটোই কমবে।
০ দৈনন্দিন কাজ করার পর
ঢিলেঢালা অ্যাথলেটিক সাপোর্টার
পরা যেতে পারে।
ফোলা কমে যাওয়া না পর্যন্ত
কাজকর্ম করা থেকে বিরত
থাকতে হবে।
কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন
যদি আপনার অণ্ডথলি ফুলে যায়,
যদি ফোলাটা ব্যথাযুক্ত হয়,
কিংবা যদি অণ্ডকোষে চাকা অনুভব
করেন তাহলে অবশ্যই চিকিৎসকের
শরণাপন্ন হবেন।
চিকিৎসক যা করবেন
চিকিৎসক আপনাকে শারীরিক
পরীক্ষা করবেন ও রোগের ইতিহাস
নেবেন। তিনি আপনাকে নিচের
প্রশ্নগুলো উত্তর
জানতে চাইতে পারেন-
০ কখন ফোলা শুরু হয়?
০ এটা হঠাৎ করে হয়েছে?
০ অবস্থা আরো খারাপ হচ্ছে?
০ ফোলাটা কত বড়?
০ ফোলাটায় কি পানি জমেছে?
০ ফোলা কি অণ্ডথলির এক দিকে,
নাকি সমগ্র অণ্ডথলিতে?
০ দু’পাশের ফোলা কি একই ধরনের?
(কখনো কখনো অণ্ডথলির
ফোলা প্রকৃতপক্ষে বড় অণ্ডকোষ,
অণ্ডকোষে চাকা অথবা শুক্রবাহী নালির
ফুলে যাওয়ার কারণে হয়।)
০ আপনার যৌনাঙ্গ এলাকায়
কোনো অপারেশন হয়েছে?
০ আপনার যৌনাঙ্গ এলাকায়
কি কোনো আঘাত পেয়েছেন?
০ আপনার যৌনাঙ্গ এলাকায়
কি সম্প্রতি কোনো সংক্রমণ হয়েছে?
০ আপনি বিছানায় বিশ্রাম
নিলে কি ফোলা চলে যায়?
০ আপনার
অণ্ডথলিতে কি কোনো ব্যথা আছে?
চিকিৎসক যথাযথ অ্যান্টিবায়োটিক ও
ব্যথানাশক ওষুধ দিতে পারেন।
ডা. মিজানুর রহমান কল্লোল
জেনারেল ও ল্যাপারোস্কপিক সার্জন
এবং মূত্ররোগ বিশেষজ্ঞ। চেম্বার :
কমপ্যাথ লিমিটেড, ১৩৬ এলিফ্যান্ট
রোড, ঢাকা। ফোন :
০১৭১৬২৮৮৮৫৫।



সূত্রঃ বাংলা হেলথ ।

শেয়ার করে আপনার বন্ধুদের কে জানার সুযোগ দিন ।আপনি জেনেছেন হয়তো সে জানেনা ।আমার ব্লগ বাড়ীতে বেড়াতে আসার জন্য আপনাকে ধন্যবাদ ।সাথে থাকুন সব সময় ।আল্লাহ্ হাফেজ ।

কোন মন্তব্য নেই :