মাসিকের সময় তলপেটে ব্যথা – কী করণীয়?
মাসিকের সময় তলপেটে ব্যথা আমাদেরদেশে একটা কমন ব্যাপার। কিন্তু একটু
সচেতন হলেই এই
ব্যথা এড়িয়ে চলা যায়।
কোন বোতলে গরম পানি ভরে বা কাপড়
গরম করে তলপেটে ২০/২৫ মিনিট
ছ্যাক লাগাতে হবে।
এটা সপ্তাহে টানা ৩/৪ দিন
করে করতে হবে।
এতে ধীরে ধীরে মাসিকের সময়
ব্যাথা কমে যাবে।
এছাড়া আরেকটা পদ্ধতি আছে- সিজ
বাথ। ৩ মিনিট গরম পানিতে কোমর
ডুবিয়ে বসে থাকতে হবে। পরের ২/১
মিনিট ঠাণ্ডা পানিতে।
এভাবে ২০/২৫ মিনিট সিজ বাথ
নিতে হবে। এটাও
সপ্তাহে টানা ৩/৪দিন নিতে হবে। শুধু
পানি বা পানিতে কিছু লবন,
বেকিং সোডা বা ভিনেগারও ব্যবহার
করা যায়।
আরেকটা পদ্ধতি আছে- কেজেল
ব্যায়াম। এটাও খুব উপকারী।
এগুলো করলে যোনি মধ্যে রক্ত চলাচল
প্রক্রিয়া বাধাপ্রাপ্ত না হয়ে আবার
ঠিকঠাক হয়ে যাবে, ব্যাথাও কমে যাবে।
আমাদের দেশের অনেক মেয়েদেরই
শারীরিক ফিটনেস ভালো নয়
বলে এরকম সমস্যা বেশি হয়।
একে একে এই পদ্ধতিগুলোর
কথা সবাইকে বলে দিন। একজন
আরেকজনকে বলে দিন। এই অবাঞ্চিত
সমস্যা থেকে মুক্ত থাকুক আমাদের
নারী সমাজ।
সূত্রঃ বাংলা হেলথ ।শেয়ার করে আপনার বন্ধুদের কে জানার সুযোগ দিন ।আপনি জেনেছেন হয়তো সে জানেনা ।আমার ব্লগ বাড়ীতে বেড়াতে আসার জন্য আপনাকে ধন্যবাদ ।সাথে থাকুন সব সময় ।আল্লাহ্ হাফেজ ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন