ধর্ষন নাকি বিয়ে * তাসলিমা নাসরিন ।

কোন মন্তব্য নেই
বিয়ে নামক রীতিসিদ্ধ
নারীধর্ষনকে ধিক্কার
যদিও অবলা নারীরা ধর্ষিত হতেই
ভালোবাসে।
বাসর- যৌনাংগের ছানাছানি ব্যতীত
আর কী বা?
নারীর লক্ষ বছরের
আগলে রাখা পর্দা ফাঁটানোর
আর্তনাদ-
পুরুষ যন্ত্রটির আনন্দোউল্লাস!
সংসার- নারীর জন্য সমাজতন্ত্রের
গঠিত শিংকল
যারা একটি যৌনাংগ দিয়ে সমগ্র
পৃথিবী শাসন করে চলে।
মৌলবাদীরা বিয়ে করে ধর্ষন
করে তাতে পাপ হয়না
কিন্তু অবিবাহিত ধর্ষকের মুন্ডুক
ছিন্ন করতে ওদের বাধেঁনা।

শেয়ার করে আপনার বন্ধুদের কে জানার সুযোগ দিন ।আপনি জেনেছেন হয়তো সে জানেনা ।আমার ব্লগ বাড়ীতে বেড়াতে আসার জন্য আপনাকে ধন্যবাদ ।সাথে থাকুন সব সময় ।আল্লাহ্ হাফেজ ।

কোন মন্তব্য নেই :