বেশী বয়সে সন্তান ধারণে বেশীদিন বাঁচা যায়
বেশী বয়সে বিয়ে হলে সন্তানধারণে সমস্যা হবে এই ধারণায়
বশবর্তী হয়ে অনেকেই অল্প
বয়সে বিয়ে করে নেন৷ তবে এ
ধারনা একেবারেই ভ্রান্ত৷ চল্লিশের
উপর বা পঞ্চাশ বছর বয়সে যে সব
মহিলারা সন্তানের জন্ম দেন তাদের
আয়ু অন্য সেসব মহিলাদের থেকে অনেক
বেশী হয় যারা অল্প বয়সে সন্তানের
জন্ম দেন৷ কিছুদিন আগেই রিসার্চে এই
তথ্য প্রমাণিত হয়েছে৷
এই রিসার্চে প্রমানিত হয়েছে 45 বছর
বয়সের পর যদি আপনার সন্তান হয়
তাহলে আপনি অনেকদিন
বাঁচতে পারবেন৷ এই
প্রসঙ্গে কথা বলতে গিয়ে অধ্যাপক
কেন.আর.স্মিথ জানান, ‘যদি আপনার
পরিবারের কোন
মহিলা বেশী বয়সে সন্তানের জন্ম দেন
তাহলে তাঁর বেশীদিন বাঁচার
সম্ভাবনা থাকবে৷’
সূত্রঃ বাংলা হেলথ ।শেয়ার করে আপনার বন্ধুদের কে জানার সুযোগ দিন ।আপনি জেনেছেন হয়তো সে জানেনা ।আমার ব্লগ বাড়ীতে বেড়াতে আসার জন্য আপনাকে ধন্যবাদ ।সাথে থাকুন সব সময় ।আল্লাহ্ হাফেজ ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন