নাস্তিকের সাথে তর্ক

কোন মন্তব্য নেই

>>একবার ইমাম আবু হানিফা (রহঃ)এর
সাথে এক নাস্তিকের তর্ক শুরু হলো ।
তর্কটি হলো আল্লাহর অস্তিত্ব নিয়ে।
আবু হানিফা (রহ) যতোই
যুক্তি দিচ্ছিলেন যে আল্লাহ আছেন
এবং তিনিই সর্বময় ক্ষমতার
অধিকারী আর নাস্তিকটি ততোবারই
তা অস্বীকার করতে ছিলো । শেষ
পর্যন্ত নাস্তিকটি তর্কে না পেরে সময়
চাইলো । আবু হানিফা (রঃ) তাকে সময়
দিলেন। আবার বিতর্কের জন্য স্হান ও
তারিখ ঠিক হলো ।
নির্ধারিত দিনে নির্দিষ্ট
স্থানে নাস্তিকটি ইমাম আবু
হানিফা (রহঃ) এর জন্য
অপেক্ষা করতে লাগলো । কিন্তু ইমাম
সাহেব ইচ্ছা করে দেরি করলেন।যখন
ইমাম সাহেব পৌছলেন তখন নাস্তিক
তাকে দেরির কারন জিজ্ঞেস করলো ।
উত্তরে ইমাম আবু হানিফা (রহ)
বললেনঃ পথে আসতে নদী পার
হতে নৌকা পেলাম না ।অনেকক্ষন
অপেক্ষা করার পর দেখলাম ,একটি গাছ
আপনা আপনি চিরে কাঠ হলো ।তারপর
সে কাঠ থেকে নৌকা হলো ।তারপর
সে নৌকায় আমি নদী পার হলাম ।
তখন নাস্তিক বললোঃ আপনি আলিম
মানুষ হয়ে কেন
আজগুবি মিথ্যা বললেন ?
উত্তরে ইমাম আবু
হানিফা (রঃ)বললেনঃ সামান্য
একটা নৌকা যখন
একা একা হতে পারেনা তাহলে এ বিশাল
পৃথিবী কিভাবে আপনা আপনি সৃষ্টি হলো?
ফেসবুকে ইদানিং কিছু নব্য নাস্তিক
তৈরি হয়েছে। ধর্ম বিশেষ করে ইসলাম
এর
গালাগালি করে সস্তা জনপ্রিয়তা অর্জন
করতে চাচ্ছে। এদের জন্ম কোথায়
কিভাবে হয়েছে সেটাই
হয়তো প্রশ্নবিদ্ধ!!
আর একটা ব্যাপার,
অনেকে হয়তো বিভিন্ন সময় এদের
সাথে বিতর্ক করে থাকেন, আপনাদের
বলবো, ওদের গালাগালি করবেন না,
আমরা মুসলমানরাই যদি গালি দেই
তাহলে ওরা আরও সুযোগ পেয়ে যাবে।
আমাদের আদর্শ, চরিত্র দিয়ে ওদের
আকৃষ্ট করতে হবে!
আপনার বন্ধুদের
কাছে পৌঁছে দিতে শেয়ার করুন।

কোন মন্তব্য নেই :