নেক আমল কী?
আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যে কাজ করা হয় তাই নেক আমল।তবে এক্ষেত্রে দুটি জিনিষ লক্ষ্য রাখতে হবেঃ ১-কাজটা শরীয়ত সন্মতপদ্ধতিতে হতে হবে।২-শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি ও আনুগত্যর ইচ্ছা বা নিয়ত থাকতে হবে।আল্লাহ তালা কুরআনে কারীমে ইরশাদ করেনঃ অতএব, যে ব্যক্তি তার পালনকর্তার সাক্ষাত কামনা করে, সে যেন, সৎকর্ম সম্পাদন করে এবং তারপালনকর্তার এবাদতে কাউকে শরীক না করে। (কাহাফ-১১০)
নেক আমলের ফজীলত ও মর্যাদাঃ
_______________ ___________
১-দুনিয়ার স্বাচ্ছন্দ জীবন।
২-পরকালীন জীবনে উত্তম বিনিময় প্রাপ্তি।
৩-নেক আমল আল্লাহ ও পরকালীন জীবনের প্রতি ঈমানের ফল স্বরূপ।
৪-নেক আমল আল্লাহ ও তাঁর রাসূল সাঃ এর প্রতি আনুগত্যের প্রকাশ।
আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে নেক আমলের মর্যাদা বর্ণনা করতে গিয়ে বলেনঃ “যে সৎকর্ম সম্পাদন করে এবং সে ঈমাণদার, পুরুষ হোককিংবা নারী আমি তাকেপবিত্র জীবন দান করবএবং প্রতিদানে তাদেরকে তাদের উত্তম কাজের কারণে প্রাপ্য পুরষ্কার দেব যা তারা করত।(সূরা নাহাল-৯৭)
আল্লাহ তাআলা আরো বলেনঃ “যারা বিশ্বাস স্থাপন করে,এবং সৎকর্ম সম্পাদন করে, আল্লাহ তাদরকে ক্ষমা ও মহান প্রতিদানের প্রতিশ্রুতি দিয়েছেন।(মায়েদা -৯)
অন্য আয়াতে বলেনঃ যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম সম্পাদন করে,তাদের জন্যে রয়েছে সুসংবাদ এবং মনোরম প্রত্যাবর্তণস্থ ল।(রাআদ-২৯)
শেয়ার করে আপনার প্রিয় বন্ধু-বান্ধবীদের পড়ার সুযোগ দিন।
আপনি জেনেছেন....হয়তো সে জানেনা ।আল্লাহ আপনাকে ভাল রাখুক --আমিন ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন