জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন
ইনজেকশনে এক ধরনের সিনথেটিক হরমোন ব্যবহারকরা হয়। বাণিজিক্যভাবে এটা ডিপো-প্রোভেরা নামে পরিচিত। একবার ইনজেকশন নিলে তিন মাস পর্যন্ত জন্মনিয়ন্ত্রণ করা যায়।ইনজেকশনের সুবিধা
*. খুবই কার্যকর একটি পদ্ধতি।
*. পিলের মতো এর ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
*. ইউটেরাস ও ওভারির ক্যান্সার প্রতিরোধে সহায়ক।
*. অনিয়মিত পিরিয়ড নিয়মিতকরে।
ইনজেকশনের অসুবিধা
*. প্রথম বছরে কিছু মহিলার পিরিয়ড নাও হতে পারে।
*. ইনজেকশন বন্ধ করার পরও গর্ভধারণের জন্য কমপক্ষে এক বছর অপেক্ষা করতে হয়।
*. এছাড়া ওজন বৃদ্ধি, ডিপ্রেশন ইত্যাদি হতে পারে।
বর্তমানে বাজারে খৎষপললপনামক এক ধরনের ইনজেকশন পাওয়া যাচ্ছে। এ ইনজেকশনে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোন ব্যবহৃত হয়। এটা প্রতি মাসে ব্যবহার করতে হয়। এরবড় সুবিধা হলো ইনজেকশন বন্ধ করার প্রায় সঙ্গে সঙ্গেই আপনি কনসিভ করতে পারবেন।
শেয়ার করে আপনার প্রিয় বন্ধু-বান্ধবীদের পড়ার সুযোগ দিন।
আপনি জেনেছেন....হয়তো সে জানেনা ।আল্লাহ আপনাকে ভাল রাখুক --আমিন ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন