নারীর জন্য স্প্রে
যে সকল মহিলা দীর্ঘদিন ধরে যৌনশীতলতায় ভুগছেন তাদের জন্য এক
আনন্দের বার্তা ঘোষণা করেছেন
গবেষকরা। গবেষকদের মতে, এক বিশেষ
ধরনের তরল পদার্থ মহিলাদের
যৌনাঙ্গে স্প্রে করলে তাদের
যৌনাকাঙক্ষা বাড়তে পারে এবং সেই
সাথে শরীরও হতে পারে চাঙ্গা।
Alprostadil নামের এ
ওষুধটি কিন্তু একেবারে নতুন নয়।
ইতোপূর্বে এই ওষুধটি পুরুষদের যৌন
সমস্যা সমাধানে ব্যবহৃত হতো।
Prostaglandin E
থেকে এটি প্রস্তুত করা হয়।
মূলত সেই মহিলারাই যৌন শীতলতায়
ভোগেন যাদের শরীর ও মন একই
সাথে যৌন ইচ্ছায় সাড়া দেয় না।
সম্প্রতি আমেরিকান ইউরোলজিক্যাল
এ্যাসোসিয়েশনের বার্ষিক সভায় এ
সম্বন্ধীয় এক সমীক্ষায় রিপোর্ট
প্রকাশ করা হয়। রজঃনিবৃত্তপ্রাপ্ত
যৌন শীতলতায় ভোগা ৪০ থেকে ৭০
বছর বয়স্ক মহিলাদের ওপর পরিচালিত
এই সমীক্ষায় দেখা যায় যেসব
মহিলা Alprostadil নামক তরল
ওষুধটি তাদের ভগাঙ্কুর ও
যোনিপথে স্প্রে করেছেন তাদের তীব্র
থেকে অতি তীব্র
যৌনাকাঙক্ষা সৃষ্টি হয়েছে এবং শরীর
ও মন সেজন্য প্রস্তুত হয়েছে।
সমীক্ষায় এই ফলাফলের
কারণে গবেষকরা আশান্বিত এবং সেই
সাথে যারা যৌন শীতলতা সংক্রান্ত
সমস্যায় ভুগছেন তারাও আশান্বিত
হতে পারেন এই ভেবে যে,
অষঢ়ৎড়ংঃধফরষ স্প্রে ব্যবহারে জীবন
আবারও হতে পারে মধুময়।
ডা. একে এম খালেকুজ্জামান দিপু
সূত্র: দৈনিক ইত্তেফাক,
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন