দেড় কোটি টাকার পোশাকে কারিনা
বিনোদন ডেস্ক: এমনিতেই মধুর
ভাণ্ডারকরের ‘হিরোইন’
ছবিতে কারিনার চরিত্রটি এ বছরের
বলিউডে সেরা বলে গণ্য হতে চলেছে।
উপরন্তু সেই চরিত্রেই তার জন্য
বিশেষ অর্ডার
দিয়ে বানানো হয়েছে দেড় কোটি টাকার
পোশাক। বলিউডে এযাবৎকালের এটাই
সবচেয়ে দামি পোশাক বাজেট
বলে জানা যাচ্ছে। শুনে বেশকিছু লোকের
চোয়াল ঝুলে গেলেও ‘হিরোইন’
ছবিতে কারিনার জন্য নির্বাচন
করা মাত্র ১৫০টি পোশাকের বিল
ধরানো হয়েছে
দেড় কোটি টাকা। কারিনা অবশ্য
এতে মন দিতে নারাজ। কারণ তার মতে,
ছবির প্রয়োজনে এ ধরনের খরচ
করে যদি সঠিক চরিত্র-চিত্রণ
ঘটানো যায়, তবে অবশ্যই
তা করা উচিত। এ নিয়ে এত হট্টগোল
খুব একটা পাত্তা দিতে চাইছেন
না কারিনা বা মধুর ভাণ্ডারকর কেউই।
এর আগেও একবার পোশাক
নিয়ে হৈচৈ বাধিয়েছিলেন কারিনা।
সেটা বছরখানেক আগে ‘কমবখত ইশক’
ছবিতে সাড়ে ৮ লাখ টাকার পোশাক
পরে। কিন্তু এই কোটি টাকার
‘হিরোইন’ তাকেও ছাড়িয়ে গেছে।
বলিউডে অবশ্য পোশাকের চাকচিক্য
আর দামের বহরে এমন চোখ
ধাঁধানো ঘটনা নতুন নয়। ‘দেবদাস’
ছবিতে মাধুরী দীক্ষিতের বিখ্যাত
মেরুন লেহেঙ্গার দাম উঠেছিল ১৫ লাখ
টাকা। ‘যোধা আকবর’-এ ঐশ্বর্যের
এক একটি পোশাকের দামই ছিল ২ লাখ
টাকা করে। তবে সেসব ছবি বক্স-
অফিসে সুপারহিট হয়েছে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন