পরিচালকের সঙ্গে বেসামাল বীনা

কোন মন্তব্য নেই


ক্যারিয়ারের শুরু থেকেই পাকিস্তানি হটগার্ল বীনা মালিকের নিত্যসঙ্গী বিতর্ক। যেন বলিউডে অভিনয় করতে এসে একের পর এক বিতর্কের জন্ম দেয়াটাই তার একমাত্র লক্ষ্য।আবারো বীনা বিতর্কে জড়ালেন। সম্প্রতি এক পার্টিতে পরিচালক হেমন্ত মাধুকরের সঙ্গে বীনাকে বেশ ঘনিষ্ঠ হতে দেখা গেছে। পার্টিতে তারা দু'জনই বেশ এলোমেলো ছিলেন এবং আকণ্ঠ পান করেছেন। তবে বীনা মালিক এমন খবরের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি জানান, কারো সঙ্গে বসে একটু কথা বলা কিংবা সময় কাটানো নিশ্চয় দোষের কিছু নয়।
ক্ষুব্দ বীনা বলেন, শুধু হেমন্তকেই নয়, আমি তার স্ত্রীকেও জানি। অতএব ভিন্নরকম রঙ ছড়িয়ে লাভ নেই, আমরা কোনোভাবেই সীমা লঙ্ঘন করিনি। তবে নিন্দুকরা বলছেন, বলিউডে প্রতিষ্ঠা পেতে বীনা বেসামাল হয়ে অনেক বিতর্কে জড়িয়েছেন। এটাও তার এক রকম প্রচারণা। এদিকে হেমন্ত মাধুকরের মুক্তির অপক্ষোয় থাকা 'মুম্বাই ১২৫ কিলোমিটার' ছবিতে বীনা মালিক অভিনয় করছেন।

কোন মন্তব্য নেই :