জন্ম নিয়ন্ত্রণ

1 টি মন্তব্য
সমস্যা : আমার বয়স ২০ বছর। বিবাহিত। দুই মাস আগে আমার বিয়ে হয়েছে। আমরা দু’জনই সন্তান নিতে চাই না এখন। তাই আমরা ডাক্তারের পরামর্শ নিয়েছি। ডাক্তার বলেছেন, প্রথম প্রথম পিল খেলে নাকি পরবর্তীতে সন্তান নিতে অসুবিধা হয়। এটা কি সত্যি। আমার ঋতুস্রাব নিয়মিত হয়। তাই আমি প্রাকৃতিক নিয়েমের ব্যাপারটি বুঝতে চাই।
সুমি, মধ্য বাসাবো, ঢাকা
সমাধান : আপনারা বুদ্ধিমান প্রথমেই পরামর্শ চেয়েছেন। পিল খাওয়া যদিও খুব একটা ভাল না, তবুও নতুন বিবাহিতদেরজন্য পিল বা কনডম ব্যবহারকরাই ভাল। মাসিকের প্রাকৃতিক নিয়ম তাদের জন্য প্রযোজ্য নয়। কারণ এতে সহজেই গর্ভধারণ হতে পারে এবং যার পরিণাম এমআরহবে। এম আর করার চাইতে প্রথম প্রথম দুই মাস পিল ও এক মাস কনডম-এইভাবে এক বছর পার করতে পারলে ভাল হয়।
পরামর্শ দিয়েছেন-
ডা. রওশন আরা খানম
প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ
ঢাকা মেডিক্যাল
কলেজ হাসপাতাল
সূত্র: দৈনিক ইত্তেফাক,

শেয়ার করে আপনার প্রিয় বন্ধু-বান্ধবীদের পড়ার সুযোগ দিন।
আপনি জেনেছেন....হয়তো সে জানেনা ।আল্লাহ আপনাকে ভাল রাখুক --আমিন ।

1 টি মন্তব্য :

নামহীন বলেছেন...

pay day loans

[url=http://mikey.cfamedia.net]pay day loans[/url]

[url=http://mindey.segwayofwashingtondc.info]payday loans no credit check[/url]

[url=http://myfastpaydaycash.co.uk/]pay day loans[/url]

[url=http://tom.everythingtechnology.net]http://tom.everythingtechnology.net[/url]

[url=http://sussieq1.dha-appraisals.com]instant payday loans[/url]

http://sussieq1.dha-appraisals.com