আগুন জ্বালানো হাসির জোকস। না পড়লে বুঝবেন না। No9
এক অফিসে মহিলা সেক্রেটারী নিয়োগ করা হবে। সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়া হয়েছে।নির্দিষ্ট দিনে কয়েকজন মেয়ে হাজির ইন্টারভিউ দিতে।
বস প্রশ্ন জিজ্ঞাসা করেছে,- মেয়েদের সাধারনত দুইটা মুখ। দুইটার মধ্যে পার্থক্য কি?
মেয়েরা সব মুখ চাওয়া চাওয়ি করছে।
বস বলল, যে সঠিক উত্তর দিতে পারবেতার চাকরি আজকেই হয়ে যাবে।
তাই শুনে ১ম মেয়েটি বলল,-একটা কথা বলতে পারে, আরেকটি পারে না।
বস কোন জবাব দেয় না।
২য় মেয়ে বলল,...- একটা হরাইজেন্টাল, আরেকটি ভার্টিকাল।
বস নিরুত্তর।
৩য় মেয়ে,- একটার মুখে চুল ভর্ত্তি, আরেকটার নাই।
বস তবু নিরুত্তর।
৪র্থ মেয়ে,- একটা আমার ব্যবহারের জন্য, আরেকটা বসের জন্য।
বস আনন্দে লাফিয়ে উঠল। এইতো সঠিক জবাব। বাকিরা সব যাও।
শেয়ার করে আপনার প্রিয় বন্ধু-বান্ধবীদের পড়ার সুযোগ দিন।
আপনি জেনেছেন....হয়তো সে জানেনা ।আল্লাহ আপনাকে ভাল রাখুক --আমিন ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন