আগুন জ্বালানো হাসির জোকস। না পড়লে বুঝবেন না। no18
সাহারা খাতুন খুব একটা ভালো ছাত্রী না, ক্লাসে ঘুমায়।একদিন ক্লাসে সাহারা ঘুমিয়ে পড়লে ক্লাসটিচার তাকে জিজ্ঞাস করলো, “পৃথিবী কে তৈরি করছে?”
যে মুহুর্তে সাহারা উত্তর দিবে ঠিক তখন পিছন থেকে বজ্জাত আবুল পিন দিয়ে পাছার মধ্যে দিছে এক গুতা। গুতা খেয়ে সাহারা চিৎকারকরে বলে ওঠে __“ওহ গড………”।
ক্লাসটিচার সন্তুষ্ট হয়ে বললেন” ভেরী গুড”
কিছুক্ষন পর আবার ঘুমিয়ে পড়লেক্লাসটিচার প্রশ্ন করলেন, “কে তোমাকে জন্ম দিয়েছেন?” সাহারাকে আবুল আবার গুতা দিলো। এবং গুতা খেয়ে বলল “ও আম্মাগো………”
ক্লাস টিচার আবারও সন্তুষ্ট হলেন।
অনেকক্ষন কেটে যাওয়ার পর সাহারা আবার ঘুমিয়ে পড়ল, তাই ক্লাসটিচার আবার জিজ্ঞাস করলেন,
“ধর তোমরা ২০ ভাই-বোন, ২১ তম সন্তান জন্ম দেয়ার পর তোমার আম্মা তোমার আব্বাকে কি বলবে?”
সাহারা ফ্যাল ফ্যাল করে দাঁড়িয়ে আছে জবাব না দিতে পেরে।
এই সময় পিছনের বজ্জাত আবুল আবার পিন দিয়ে গুতা মারে।
এইবার সাহারা রাগে চিৎকার করে চেচিয়ে ওঠে,
“আবার যদি গুতা দেও তাইলে তোর ঐটা ভেঙ্গে ফেলমু”
ক্লাসটিচার খুব খুশী হয়ে সাহারার পিঠ চাপরে দিল। :p
শেয়ার করে আপনার প্রিয় বন্ধু-বান্ধবীদের পড়ার সুযোগ দিন।
আপনি জেনেছেন....হয়তো সে জানেনা ।আল্লাহ আপনাকে ভাল রাখুক --আমিন ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন