অ্যান্টিনেটাল চেক-আপ

কোন মন্তব্য নেই
গর্ভধারণের পর থেকে পরবর্তী নয়মাস হয়তো আপনি স্ত্রীরোগ বিশেষজ্ঞ কর্তৃক নিয়মিত বিরতিতে চেকআপ করছেন। কিন্তু আপনি কীভাবে বুঝবেন গর্ভজনিত চেকআপের নিয়মিত বিরতির মাঝামাঝি কোন সময় আপনাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে? এই সময় কোন পরিস্থিতি স্বাভাবিক এবং কোন উদ্ভূত পরিস্থিতি অস্বাভাবিক তা আপনাকে জানতে হবে। আপনি যদি গর্ভবতী হয়ে থাকেন তবে নিচের যে কোনো উপসর্গ বা লক্ষণ পরিলক্ষিত হওয়ামাত্রই চিকিৎসকের শরণাপন্ন হবেন- অস্বাভাবিক খিঁচুনি, মাংসপেশিরযন্ত্রণা বা উদরে অস্বাভাবিক ব্যথা অনুভূত হওয়া। ২৮ সপ্তাহের পর থেকে বাড়ন্ত ভ্রূণের নড়াচড়া লক্ষণীয় পরিমাণে কমে গেলে (১২ ঘণ্টায় নড়াচড়ার সংখ্যা ১০ বারের কম হলে), শ্বাসকষ্ট পরিলক্ষিত হলে,গর্ভকালীন যৌনপথে রক্তপাত হলে।
এভাবে গর্ভধারণকালীন আপনি যদি একটু চিন্তাভাবনা তথা পরিকল্পনা করে চলাফেরা করেন তবে নির্বিঘ্নে আশা করি মাতৃত্বের অধিকারী হতে পারবেন।
লেখকঃ ডা. নাফিসা আবেদীন

কোন মন্তব্য নেই :