প্রথম সন্তানের পর দ্বিতীয় সন্তানে ব্যবধানরাখুন
প্রথম সন্তান হবার এক বছরের মধ্যেই যদি আপনি দ্বিতীয় সন্তান লাভ করতে চান তা আপনাকে শারীরিক ভাবে দূর্বল করার পাশাপাশি আপনার ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেবে৷ কিছুদিন আগেই লন্ডনে এক গবেষণাতে তা প্রমানিত হয়েছে৷এক্ষেত্রে গবেষকরা 30,000 মহিলাকে নিয়ে গবেষণা করেছিলেন৷ তাতে বেশীরভাগ মহিলাই যারা প্রথম সন্তান লাভের 12 মাসের মধ্যে আবার মা হয়েছেন তারাই ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়েছেন৷ তবে এর পিছনে কি কারণ রযেছে? গবেষকরা তা স্পষ্ট না জানালেও তারা অনুমাণ করছেন হরমোন গঠিত কারণেই জন্য এতে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়৷
অপরদিকে গবেষকদের মতে যে সব মহিলাদের ওজন বেশী থাকে বা যে সব মহিলারা শিশুকে স্তন পান করান না তাদের ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশী থাকে৷
সূত্রঃ ওয়েবদুনিয়া.কম
শেয়ার করে আপনার প্রিয় বন্ধু-বান্ধবীদের পড়ার সুযোগ দিন।
আপনি জেনেছেন....হয়তো সে জানেনা ।আল্লাহ আপনাকে ভাল রাখুক --আমিন ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন