নারী ধর্ষণ ।
জানি দুনিয়ার আদালতে এসব কুলাঙ্গাদের বিচার কখনো হবেনা।অসংখ্যা মা বোনের ইজ্জত হরণ কারী এরা আমাদের চোখের সামনে ঘোরে বেড়াই ।বুক ফুলিয়ে কথা বলে ।তাদের কাছে জিম্মি হয়ে রয়েছে আমাদের অসংখ্যা বোন ।নিরবে সয়ে যাচ্ছে তার অমূল সতিত্ব হারানো যরত্রণা ।হয়তো বা কারো বিচার হচ্ছে ।কিন্ত তাতে কি আমাদের বোনরা তার হারানো সম্পদ ফিরে পেয়েছে ,না পাবে ।আর এসব ঘৃণিত কাজ করে ও যাদের বিচার এখনো হয়নি, তারা কি রেহাই পাবে ।কখনো না ।কিয়ামতের দিন এদের কে মহান আল্লাহ্ রাব্বুল আলামিন নিজ হাতে বিচার করবেন ।সেই বিচারে রায় দিবেন জাহান্নামে নিক্ষেপ করার জন্য ।যে অঙ্গে দিয়ে তুমি যৌন মধু পান করেছো, সেই অঙ্গে দিয়ে গরম রড ডুকানো হবে ।তখন বুঝ বে মজা কারে কয় ।এখন তিনি শুধু দেখবেন ।কিন্তু তিনি যে দিন ধরবেন সে দিন কি হবে একবার ভেবে দেখুন
♥♥♥♥সমাপ্ত♥♥♥♥
প্রকাশক : সৈয়দ রুবেল উদ্দিন www.facebook.com/sayed.rubel3
লেখাটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ ।
ভাল থাকুন সব সময় ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন