স্বাধীনতা আজ

কোন মন্তব্য নেই

স্বাধীনতা আজ
সীমান্তে পরে থাকা কৃষকের লাশ
স্বাধীনতা আজ হাবিবুরে উলংগ দেহের
উপর উদ্দাম নৃত্য
স্বাধীনতা আজ দুয়ারে থমকে দাঁড়ান
কোন এক ভৃত্য।
স্বাধীনতা আজ মরা পদ্মার হু হু
ক্রন্দন
স্বাধীনতা আজ তিস্তার গলায় ফাঁসির
বন্ধন
স্বাধীনতা আজ টিপাইমুখে বসানো এটম
বোমা
স্বাধীনতা আজ আধা-ন্যাংটো মুন্নী-
শিলার সিনেমা।
স্বাধীনতা আজ মেধাবি ছাত্রের জমাট
রক্ত
স্বাধীনতা আজ কলমের
বদলে খুনে অস্ত্র
স্বাধীনতা আজ হাত-পা বাঁধা জোড়া খুন,
স্বাধীনতা আজ ছাত্রীর মাংস
খুবলে খাওয়া শকুন।
স্বাধীনতা আজ সব হারিয়ে গলায় ফাঁসি
স্বাধীনতা আজ হায়েনাদের মুখ
ভরা অট্টহাসি
স্বাধীনতা আজ রক্ষকের দ্বারা ভক্ষণ
স্বাধীনতা আজ পরাধীনতার
কোটি ডলার ঋণ।
স্বাধীনতা আজ বুকের উপর পুলিশের বুট
স্বাধীনতা আজ বিদায়ের
আগে লিখে রাখা চিরকুট
স্বাধীনতা আজ শাসকের মুখে মিথ্যের
ফুলঝুরি
স্বাধীনতা আজ রক্তে রঞ্জিত প্রিয়
মাতৃভূমি।
স্বাধীনতা আজ মুক্তি্যোদ্ধার চরম
অপমান
স্বাধীনতা আজ পরদেশী দালালদের
চুরান্ত সম্মান
স্বাধীনতা আজ
চোরাবালিতে ডুবে যাওয়া সোনালী সুদিন
তরুণ তোমরা জাগ্রত
না হলে কিভাবে দূর হবে অনিবার্য
দূর্দিন?

Copy







**********************#################


এই ব্লগের সকল পোষ্ট প্রকাশিত হয় এডমি সৈয়দ রুবেল উদ্দীন দ্বারা ।আপনারা সবাই তার জন্য দোয়া করবেন ।ভালো থাকুন সব সময় ।

কোন মন্তব্য নেই :