মা ওরা বলেছিল আমার মুখের ভাষা কাইড়া নিব....

কোন মন্তব্য নেই
মা ওরা বলেছিল আমার মুখের
ভাষা কাইড়া নিব....
সেদিন কাইড়া নিতে দেইনাই....
আজ ওরা আমার মুখের
ভাষা কাইড়া নিছে আমি আজ
তোর শেখান ভাষায় কথা কইতে পারি না....
আমার লজ্জা করে....
আমি আজ বাংলার সাথে ইংলিশ
মিশাইয়া কথা কই জানিস না ক্যান?
তোর ছেলে আজ স্মার্ট হইতে চায়....
আমার মুখ দিয়া এখন উর্দুর
জাত ভাইও বাইর হয় তোর ভাষায়
গান গাইতে এখন আমার লজ্জা করে....
জানিস না ক্যান?
তোর ছেলে আজ স্মার্ট হইতে চায়।।।
---- লিখেছেন রিদওয়ানুল বারী জিয়ন






এই ব্লগের সকল পোষ্ট প্রকাশিত হয় এডমি সৈয়দ রুবেল উদ্দীন দ্বারা ।আপনারা সবাই তার জন্য দোয়া করবেন ।ভালো থাকুন সব সময় ।

কোন মন্তব্য নেই :