সাম্বায় উন্মাতাল থার্টিফার্স্ট নাইট
তোহুর আহমদ: প্রায় নগ্ন সাম্বা ড্যান্সার, হট ডিজে আর খোলামেলা ফ্যাশন শো’র তালে উন্মাতাল ছিল রাজধানী। খৃস্টিয় নববর্ষকে বরণ করতে মধ্যরাতে আনন্দের ঢেউ বয়ে যায় নগরজুড়ে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি একটুও দমাতে পারেনি তরুণ-তরুণীদের। বিভিন্ন অনুষ্ঠানে মদের বোতল, সিগারেট হাতে তরুণীর উচ্ছ্বাস ছিল অন্যরকম। তবে মদ খেয়ে মাতলামি করার অভিযোগে রাজধানীর বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছেঅন্তত ৫০ জনকে। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বন্ধ করে দেয়া হয়েছে অন্তত ১০টি অনুষ্ঠান। অনেক অনুষ্ঠানস্থলে দফায় দফায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরও পুলিশ অভিযান চালিয়েছে। কিন্তু এত কিছুর পরও নববর্ষের আনন্দ ছিল বাঁধভাঙা। রাজধানীর পাঁচতারকা হোটেল সোনারগাঁওয়ের ওয়েসিস ভেন্যুতে আয়োজন করা হয় ‘বলিউড স্টার নাইট’। পূর্বাচল প্লাটিনাম সিটির সহায়তায় অনুষ্ঠানটি আয়োজন করে শোবিজ এন্টারটেইনমেন্ট। রাত ১০টায় গেট ওপেন হয়। রাত সাড়ে ৩টা পর্যন্ত চলে অনুষ্ঠান। ইন্ডিয়ান আইডল-খ্যাত অমিত পল ও প্রযুক্তা শুকরে হিন্দি গানে মাতিয়ে তোলেন দর্শকদের। তবে মূলআকর্ষণ ছিল ভারতের আইটেম গার্ল সুস্মিতা। অমিত পল আর প্রযুক্তাশুকরের মনমাতানো গানের ফাঁকে ফাঁকেই খোলামেলা পোশাকে ড্যান্স করেছেন সুস্মিতা। কড়া মেকআপ আর রাতের বর্ণিল আলো সুস্মিতাকে দিয়েছিল অপ্সরার রূপ। যতবারই সুস্মিতা স্টেজে এসেছেন দর্শকরা হুমড়ি খেয়ে পড়েছেন স্টেজের সামনে। উত্তেজনায় অনেকেই সোনারগাঁও হোটেলে দামি মদের বোতল পেতে পকেট উজাড় করে দিয়েছেন। স্বল্পবসনা সুস্মিতা দর্শকদের খুব কাছে এসে নেচেছেন। এতে দর্শকদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে আরও বেশি। রাজধানীর আরেক অভিজাত হোটেল গুলশানের ওয়েস্টিন। সেখানে ছিল থার্টিফার্স্ট-এর অনুষ্ঠান ‘ফারেনহাইট’। রাত ১০টার পর পরই শুরু হয় অনুষ্ঠান। এখানে সর্বনিম্ন প্রবেশমূল্য ছিল ১০ হাজার টাকা। অনুষ্ঠানের ধারণক্ষমতা ছিল ৪০০ জন। অনুষ্ঠানস্থল ছিল কানায় কানায় পূর্ণ। অভিজাত এ হোটেলে নিঃসঙ্কোচে অংশ নিয়েছেন নগরীর অভিজাত পরিবারের তরুণ-তরুণীরা। তাদের সবার পরনেই জিন্স, টি-শার্ট, ক্যাপ্রি। হাতে মদের বোতল আর সিগারেট। তবে রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে তরুণ-তরুণীদের অনেকেই বেসামাল হয়ে পড়েন। অনেকেই ঠিকমতো দাঁড়িয়ে থাকতে পারছিলেন না। মাতাল হয়ে ঢলে পড়ছিলেন একে-অপরের কোলে। এ সময় হোটেলে বাউন্সাররা অনেক তরুণ-তরুণীকে চ্যাংদোলা করে তাদের গাড়িতে তুলে দেন। অনেককে হোটেলের শোফায়শুইয়ে রাখা হয়।ভোর সাড়ে ৪টার দিকে ওয়েস্টিন থেকে স্বল্পবসনা তরুণীরা বেরিয়ে যেতে শুরু করেন।রাজধানীর আরেক ৫ তারকা হোটেলে রিজেন্সির রুফটপে আয়োজন করা হয় ‘থার্টি ফার্স্ট নাইট সেলিব্রেশন’। এখানে মূল অনুষ্ঠান শুরু হয় রাত ১১টায়। তবে রাত ৮টার পর থেকে অভিজাত পোশাকে তরুণ-তরুণীরা লাইন ধরে হোটেলে ঢুকতে শুরু করেন। পাশ্চাত্য পোশাকে একসঙ্গে এত তরুণ-তরুণীকে দেখে এ সময় হোটেলের সামনে উৎসুক জনতার ভিড় জমে। রাতভর চলে ডিজে, ফ্যাশন শো আর হট ড্যান্স। তবে মাঝরাতে অনুষ্ঠানে কিছুটা বিপত্তি দেখা দেয়। মাতাল কিছু তরুণ হামলে পড়ে তরুণীদের ওপর। অনুষ্ঠান কিছুক্ষণের জন্য বন্ধ করে দেয়া হয়। হাঙ্গামা দেখে হাজির হয় পুলিশ। অবশ্য পরে সবকিছুই স্বাভাবিক হয়ে আসে। রাজধানীর বিভিন্ন স্থানে যেমন অনুষ্ঠান আয়োজন ছিল, তেমন বিশৃঙ্খলা ঠেকাতে তৎপর ছিল আইনশৃঙ্খলা বাহিনী। র্যাব-এর বিশেষ টিম রাজধানীতে অন্তত ৪০০ চেকপোস্ট বসিয়েছিল। সন্দেহভাজন পথচারীদের দেহ তল্লাশি করা হয়েছে মেটাল ডিটেক্টর দিয়ে। গাড়ি পরীক্ষা করেছে ডগ স্কোয়াড।মধ্য রাতে বনানীর হোটেল সারিনারসামনে থেকে মদ্যপ অবস্থায় ৩ তরুণীকে আটক করে র্যাব। এম্বুলেন্সে তুলে তাদের পাঠিয়ে দেয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এছাড়া গুলশান-১ এবং ২ এলাকার বিভিন্ন অনুষ্ঠান স্থলের সামনে থেকেও বেশ ক’জন তরুণ-তরুণীকে মদের বোতল ও ইয়াবাসহ মাতাল অবস্থায় আটক করে পুলিশ। এদেরকে গুলশান থানায় নিয়ে যাওয়া হয়। রাজধানীর বিভিন্ন স্থান থেকে অন্তত ৫০ জনকে আটক করা হয়। তবে রাতের শেষ ভাগে অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে অনেককে ছেড়ে দেয়া হয়। গুলশান থানায় পুলিশ ৭ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছে। তদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গ ও মাতলামির অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছেন গুলশানথানার ওসি শাহ আলম। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাতভর নগরজুড়ে অভিযান চালালেও তেমন কোন মাদকদ্রব্য উদ্ধার করতে পারেনি। তবে অনেক স্থান থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে মাদকদ্রব্য আটক না করার অভিযোগওপাওয়া গেছে।♥♥♥♥সমাপ্ত♥♥♥♥
প্রকাশক : সৈয়দ রুবেল উদ্দিন
www.facebook.com/sayed.rubel3
ভাল লাগলে ফেসবুকে শেয়ার করুন । লেখাটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ । ভাল থাকুন সব সময় ।
photo in facebook
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন