বিয়ে করলেন প্রভা
কোন মন্তব্য নেই
মোহাম্মদ আওলাদ হোসেন: ছোট পর্দার মিষ্টিমুখ আলোচিত অভিনেত্রী ও মডেল সাদিয়া জাহান প্রভা বিয়ে করেছেন। গত ১৯শে ডিসেম্বর প্রভার মোহাম্মদপুরেরবাসায় পারিবারিক উদ্যোগে এ বিয়ে অনুষ্ঠিত হয়। প্রভার বরের নাম মাহমুদশান্ত। বরিশালের ছেলে শান্ত একটি বহুজাতিক প্রতিষ্ঠানের উচ্চপদস্থ পদে কর্মরত আছেন। তার বাবা ছিলেন সরকারি কর্মকর্তা, মা ডাক্তার। ঘরোয়াভাবে অনুষ্ঠিত এই বিয়ের অনুষ্ঠানে উভয়পক্ষের ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন ও প্রভার বান্ধবীরা উপস্থিত ছিলেন। আগামী জুন জুলাই মাসের যে কোনসময় বেশ ঘটা করে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে বলে প্রভা নিজেই জানিয়েছেন। বিয়ের আনন্দিত প্রভা মানবজমিনকে ফোন করে তার বিয়ের সংবাদ জানান এবং তার সুখময় দাম্পত্য জীবনের জন্য দোয়া কামনা করেন। প্রভা বলেন, আমি অত্যন্ত আনন্দিত। কারণ শান্ত আমাকে অনেক ভালবাসে। আমিও তাকেঅনেক ভালবাসি। দু’জন দু’জনকে প্রচণ্ড বিশ্বাস করি। আমাদের দুই পরিবারের সম্মতিতে এবং তাদের উদ্যোগেই বিয়ের অনুষ্ঠান হওয়ায় আমরা দু’জনেই আনন্দিত। এখন আমাদের প্রয়োজন আপনাদের দোয়া। প্রভা বলেন, মিডিয়াতে কাজ করার সময় থেকেই আমি সাংবাদিকদের সহযোগিতা পেয়েছি। তাদের উৎসাহ অনুপ্রেরণাই আমাকে আজকের প্রভা বানিয়েছে। তাই আমি সাংবাদিক ভাইদের দোয়া নিয়েই আমার নতুন জীবন শুরু করতেচাই। তিনি বলেন, জুন কিংবা জুলাই মাসেখুব ঘটা করেই সবাইকে নিয়েই বিয়ের অনুষ্ঠানটা করবো। হানিমুন কোথায় করবেন জানতে চাইলে প্রভা বলেন, বিয়ে হয়েছে মাত্র দু’দিন হলো। শ্বশুর বাড়ির লোকদের আদরে ভালবাসায় ভেসে বেড়াচ্ছি। হানিমুন নিয়ে চিন্তা করার সময় পাচ্ছি না। তবে যেখানেই যাবো বেশগুছিয়ে পরিকল্পনা করেই যাবো। সেক্ষেত্রে হানিমুন করার জন্য আমার আর শান্তর দু’জনেরই প্রথম পছন্দ অস্ট্রেলিয়া। তবে এসব এখন ভাববার সুযোগ পাচ্ছি না। নতুন জীবন শুরু করেছি, খুব ভাল লাগছে, এই ভাল লাগার সঙ্গে আপনাদের দোয়ায় আমরা আমাদের জীবনটা পরিপূর্ণ করতে চাই।
উল্লেখ্য, প্রেমিক রাজিব হাসানের সঙ্গে টানা আট বছরের মাথায় (২০১০ সালের ১৬ই এপ্রিল) আংটি বদল হয় প্রভার। শেষতক আংটি বদল রূপ নেয়নি সংসার জীবনে। এর পর একই বছরের ১৮ই আগস্ট সহশিল্পী অপূর্বকে পালিয়ে বিয়ে করেন তিনি। মাঝখানে বেশ কিছু অপ্রীতিকর ঘটনার পর চলতি বছরের ১২ই ফেব্রুয়ারি অপূর্ব-প্রভার বিচ্ছেদ ঘটে। এরপর থেকে প্রভা বন্দি হয়ে পড়েনচার দেয়ালে।
রিপোর্ট
www.mzamin.com
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত দিন

কোন মন্তব্য নেই :