সমলিঙ্গের সেক্স ও বিয়ে মানবাধিকার : হিলারী
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারীক্লিনটন বলেছেন সমলিঙ্গের সেক্স ও বিয়ে মানাবধিকার। এ অধিকার রক্ষায় আমেরিকা কাজ করছে।তিনি ঘোষণা দেন আমেরিকা সমসেক্সের অধিকার রক্ষায় বিদেশী সাহায্য ও কূটনৈতিক তৎপরতা জোরদার করবে। জেনেভায় জাতিসংঘের উচ্চ পর্যায়ের এক বৈঠকে তিনি এসব কথা বলেন। এই অধিকার কক্ষার লড়াইকে তিনি নারী ও জাতিগত অধিকার রক্ষার সঙ্গে তুলনা করেন। হিলারি বলেন, এটা অন্যান্য মানবধিকারের মতো। এক্ষেত্রে ধর্ম ও জাতিগত ঐতিহ্য বাধা হতে পারে না। তার বক্তব্যের পর বিভিন্নদেশের কূটনৈতিকরা তড়িঘড়ি সম্মেলন স্থল ত্যাগ করেন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন