মুম্বইয়ের পতিতালয় থেকে ২৮ বাংলাদেশী নারী উদ্ধার
ডেস্ক রিপোর্ট : ভারতের মুম্বইয়ের পতিতালয় থেকে উদ্ধার করা ২৮ বাংলাদেশী নারীকে আগামী মাসে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে ভারত। এর মধ্যে একজন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক বাবুর্চির মেয়ে। বার্তা সংস্থা পিটিআই’কে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ। এতে আরও বলা হয়, ওই বাবুর্চির মেয়ের নাম রুবি (এটা তার আসল নাম নয়)। এরই মধ্যে তাদের ভ্রমণের অনুমতি দিয়েছে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। এ কথা বলেছেন, মুম্বইয়ের এনজিও বিষয়ক সংস্থা রেসক্যু ফাউন্ডেশনের চেয়ারম্যান ত্রিবেণী আচার্য্য।জি নিউজের ওই খবরে আরও বলা হয়, উদ্ধার করা ২৮ জনের মধ্যে ২৭ জনকে চার বছর আগে উদ্ধার করা হয়েছিল। আর রুবিকে উদ্ধার করা হয় গত ২৯শে জুন। তার সঙ্গে উদ্ধার করা হয়েছিল আরও কিছু নারীকে। রুবির বয়স ২১ বছর। তার বিবাহ বিচ্ছেদ ঘটেছে। মুম্বই পুলিশের সোশ্যাল সার্ভিস শাখার সহকারী পুলিশ কমিশনার ফিরোজ প্যাটেল বলেন, উদ্ধারকৃতদের মধ্যে রুবি বাংলাদেশের প্রধানমন্ত্রীর এক বাবুর্চির মেয়ে। ওই এনজিওর মতে, এই বছরের মে মাসে রুবিকে ভাল বেতনে গৃহপরিচারিকার কাজ দিয়ে পারিবারিক এক বন্ধু মস্তো গত মে মাসে ভারতে নিয়ে যায়। ভারতে যাওয়ার আগে তিনি তার এক বছরের ছেলেকে নিজের মায়ের কাছে রেখে যান। সন্তানের মায়া ত্যাগ করে তিনি ভারতে গেলেও তার ভাগ্য খোলেনি। মস্তো তাকে মে মাসেই সুরাটের এক পতিতালয়ে বিক্রি করেদেয় ৪০ হাজার রুপিতে। সেখানে রুবি দেহ ব্যবসা চালাতে অস্বীকৃতি জানান। এর এক মাস পরে ওই পতিতালয়ের মালিক তাকে ২৫ হাজার রুপির বিনিময়ে মুম্বইয়ের কামাথিপুরা পতিতালয়ের এক মালিকের কাছে বিক্রি করে দেয়। ওদিকে পুনেতে ২২ বছর বয়সী আরেক বাংলাদেশী দেহপসারিনীকে আটক করা হয়েছে। প্রথমে তিনি পুলিশকেবলেন, তিনি পশ্চিমবঙ্গের নাগরিক। তবে পরে বলেন, তার বাড়ি বাংলাদেশে। প্রথমে তিনি ভয়ে পশ্চিমবঙ্গের নাম বলেছিলেন।post by
www.facebook.com/sayed.rubel3
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন