সন্তান জন্মদানে অক্ষম নারীদের জন্য এবার কৃত্রিম ডিম্বাশয়
মার্কিন বিজ্ঞানীরা প্রথমবারেরমতো কৃত্রিম ডিম্বাশয় তৈরি করতেসক্ষম হয়েছেন। এর ফলে সন্তান নিতে অক্ষম নারীরা এবার নতুন করে আশার আলো দেখছেন। বিজ্ঞানীরা বলছেন, এ অভুতপূর্ব আবিষ্কারের ফলে কেমোথেরাপি বা অন্যান্য চিকিৎসার কারণে প্রজনন তন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে বা সন্তান জন্মদানে অক্ষমহয়ে পড়েছেন এমন নারীদের জন্য সম্ভাবনার দ্বার খুলে দেবে। সন্তান জন্ম দানে উপযুক্ত বয়সেরএকজন নারীর সেল ব্যবহার করে গবেষণাগারেই এ কৃত্রিম ডিম্বাশয় তৈরি করা হয়। এরপর গর্ভাশয়ে মানব ডিম্বাণু প্রবেশ করানোর আগে সেটি ওই কৃত্রিম ডিম্বাশয়ে ঢুকিয়ে পরীক্ষা করে দেখা হয় যে, তাতে ডিম্বাণুটি টিকে থাকতে সক্ষম কি না।কৃত্রিম ডিম্বাশয়ে ডিম্বাণু ঢোকানোর পর বিজ্ঞানীরা দেখেছেন প্রাকৃতিক ডিম্বাশয়ের মতোই তাতে ডিম্বাণুটি বেড়ে উঠছে। এ কৃত্রিম ডিম্বাশয়ের মধ্যেই ডিম্বাণুটি গর্ভাশয়ে প্রতিস্থাপন করার পূর্ব-পর্যন্ত ক্রমান্বয়ে বেড়ে ওঠে। যুক্তরাষ্ট্রের জার্নাল অব অ্যাসিস্টেড রিপ্রোডাকশন অ্যান্ড জেনেটিকস-এ প্রকাশিত গবেষণাতে বিজ্ঞানীরা বলেছেন, তাদের এ আবিষ্কারের ফলে ক্যান্সার চিকিৎসার কারণে ক্ষতিগ্রস্ত হাজার হাজার নারী এবার মা হওয়ার স্বপ্ন দেখতে পারবেন। কেমোথেরাপি নেয়ার আগে নারীরা তাদের অপরিণত ডিম্বাণু হিমায়িত রেখে পরবর্তীতে কৃত্রিম ডিম্বাশয়ের মাধ্যমে তারা ইচ্ছা করলে মা হতে পারেন। রোড আইল্যান্ডের ব্রাউন ইউনিভার্সিটির বিজ্ঞানীরা বলেছেন, কোন কোন নারী সন্তান ধারণ করতে গিয়ে নানা জটিলতার সম্মুখীন হওয়ার কারণ এবার তারা এ কৃত্রিম ডিম্বাশয়ের মাধ্যমে বের করতে সক্ষম হবেন।
www.facebook.com/sayed.rubel3
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন