অপেরা মিনি দিয়ে ফেইসবুকে কমেন্ট করুন লোডিং ঝামেলা ছাড়া l

কোন মন্তব্য নেই
.অপেরা মিনি দিয়ে যখন ফেইসবুক এর কোন
জায়গায় কমেন্ট করা হয়, তখন
পেইজটা আবারো লোড হয়।
আর এই কারণে অনেকেই অপেরা মিনি’র
বদলে UC ব্রাউজার ব্যাবহার করে।
কিন্তু অপেরা মিনিতেই এর সমাধান আছে।
এখন আমি এর সমাধান দিচ্ছি।
১. প্রথমে address bar এ opera:config
অথবা config: লিখে ok দিন।
২. এর পর একটা page আসবে…
৩. একটু নিচে গেলেই একটা option
দেখতে পাবেন “site patches and user
agent masking” নামে । এই option
টা “No” করে দিন ।
৪. এর পর নিচে গিয়ে “save” এ ক্লিক
করুন…
৫. ব্যাস, আপনার কাজ শেষ…
এবার কমেন্ট করে দেখুন আর
Loading.... হয় কিনা ?


বিষয়ঃকম্পিউটার/মোবাইল/ইন্টারনেট  

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুণ। এই ব্লগে পড়তে কি সমস্যা হয়?আপনার কি টাকা বেশি খরচ হয়ে যায়?

কোন মন্তব্য নেই :