মেমোরিকার্ডে ব্যাক্তিগত ফাইল গোপন রাখুন

কোন মন্তব্য নেই
আমরা অনেক সময় কম্পিউটারে মেমোরিকার্ড দিয়ে গান ভরি । অনেক
সময় আমাদের এমন কিছু পারসোনাল জিনিস থাকে যেগুলো আমরা কম্পিউটার
থেকে হাইড করতে চাই । এ সমস্যার সমাধান দেব আমি । আপনি যে ফোল্ডার টা কম্পিউটার থেকে হাইড
করতে চান সেই ফোল্ডারের নামের
শেষে শুধু "." (ফুলস্টিপ)
বসিয়ে দিন । ব্যাস কাজ শেষ ।
এখন কম্পিউটারে মেমোরিকার্ড
ঢুকালেও ওই ফোল্ডারে আর ঢুকতে পারবে না যতোই চেষ্টা করুক ।
.



বিষয়ঃ  কম্পিউটার/মোবাইল/ইন্টারনেট    

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুণ। এই ব্লগে পড়তে কি সমস্যা হয়?আপনার কি টাকা বেশি খরচ হয়ে যায়?

কোন মন্তব্য নেই :