কম্পিউটার স্লো মনে হচ্ছে? এখনি ফাস্ট করে নিন কয়েকটি উপায়ে । পর্ব – ৫
আসসালামু আলাইকুম । সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন । ভালো থাকাটাই সবসময়ের প্রত্যাশা । আমি আইমান । ইতিপূর্বে কম্পিউটার এর ট্রাবলসুটিং বিষয়ে ৪ পর্বের ধারাবাহিক নিয়ে আলোচনা করেছি । আজ এর ৫ম পর্ব, সাথে ডস এর কিছু গুরুত্বপূর্ণ কমান্ড সম্পর্কে জানাবো । এগুলো বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে কাজে আসতে পারে । বিগত টিউনটি ছিল কম্পিউটারের এডমিনিসট্রেটর পাসওয়ার্ড ভুলে গেলে এ বিষয়ে নির্দেশনা । যাইহোক আজ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা করব । বিভিন্ন কম্পিউটার এ BIOS ঢুকার পদ্ধতি ভিন্ন ভিন্ন, তবে বেশির ভাগ ক্ষেত্রেই DEL অথবা F2, কোনো কোনো মাদারবোর্ড এর ক্ষেত্রে F10 অথবা F1 হয়ে থাকে। সেক্ষেত্রে একসাথে কী গুলো প্রেস করে BIOS এ ঢুকতে পারবেন । DOS থেকে কন্ট্রোল পেনেল এর ইউজার একাউন্ট এ ঢুকতে C : \> nusrmgr.cpl এই কমান্ডটি লিখে এন্টার দিন । পেয়ে যাবেন ইউজার একাউন্ট ডায়লগ বক্স । DOS থেকে কোনো ড্রাইভ ফরমেট করতে চাইলে C : \> Format D : লিখে এন্টার প্রেস করুন । কনফার্ম মেসেজ আসলে ওকে করে কনফার্ম করুন Y প্রেস করে । একইভাবে E ড্রাইভ ফরমেন্ট দিতে চাইলে লিখুন C : \> Format E : কনফার্ম মেসেজ আসলে ওকে করে কনফার্ম করুন Y প্রেস করে । DOS থেকে কোনো ড্রাইভ এর ফাইল দেখতে চাইলে C : \>Dir লিখে এন্টার প্রেস করুন । C : \>Dir /P লিখলে সবগুলো ফাইল আপনি পেজ আকারে দেখতে পাবেন এবং এন্টার প্রেস করার মাধ্যমে পরবর্তী পেজ এ যেতে পারবেন । C : \>Dir /S লিখে এন্টার দিলে সকল সিস্টেম ফাইল দেখতে পাবেন । DOS থেকে বের হয়ে যেতে চাইলে C : \> Exit লিখে এন্টার দিন ।
এছাড়াও কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস :
ক। আপনার কম্পিউটার এর স্পিড বাড়াতে আপনার রেম খালি করে রাখার চেষ্টা করবেন
খ। হার্ড ডিস্ক এ অপরিচিত কোনো সফটয়ার রাখবেন না
গ। এন্টিভাইরাস আপডেট রাখুন ৩ দিন পর পর
ঘ। হার্ড ডিস্ক এর সকল ড্রাইভ স্ক্যান করে ভাইরাস ক্লিন করুন প্রতি সপ্তাহে অন্তত ১দিন
ঙ। পেন ড্রাইভ স্ক্যান না করে ওপেন করবেন না এবং ডাবল ক্লিক দেয়া থেকে বিরত থাকবেন
চ। প্রতিদিন কাজ শেষে অতিরিক্ত সকল ফাইল মুছে ফেলুন
ছ। ভার্চুয়াল মেমরি বাড়িয়ে রাখুন আপনার মেমরির দিগুন
স্টার্ট মেনুতে গিয়ে রান এ গিয়ে ১টি ১টি করে লিখুন আর এন্টার দিন
Prefetch, Temp, %Temp%, Recent, Cookies
তারপর সব ফাইল ডিলিট করুন ।
এছাড়াও …
স্টার্ট মেনুতে গিয়ে রান এ গিয়ে আপনার কম্পিউটার এর কনফিগারেশন দেখতে লিখুন dxdiag আর এন্টার দিন ।
স্টার্ট মেনুতে গিয়ে রান এ গিয়ে আপনার কম্পিউটার এর রেজিস্ট্রি এডিটর দেখতে লিখুন regedit আর এন্টার দিন ।
স্টার্ট মেনুতে গিয়ে রান এ গিয়ে আপনার কম্পিউটার স্টার্টাপ অপশন এডিট করতে লিখুন msconfig আর এন্টার দিন ।
স্টার্ট মেনুতে গিয়ে রান এ গিয়ে আপনার কম্পিউটার মেনেজমেন্ট কনসোল দেখতে লিখুন mmc আর এন্টার দিন ।
পোষ্টটি লিখেছেন টিজে - Obaid Ullah Aiman
বিষয়ঃকম্পিউটার/মোবাইল/ইন্টারনেট
বিঃদ্রঃ কম্পিউটার সম্পর্কে আপনাদের কে কিছু জানাতে পোস্ট টি কপি করা হয়েছে।
আপনার বন্ধুদের সাথে শেয়ার করুণ। এই ব্লগে পড়তে কি সমস্যা হয়?আপনার কি টাকা বেশি খরচ হয়ে যায়?
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন