গণমাধ্যম বন্ধ করে দেওয়া এই কেমন স্বাধীনতা?ব্লগার_সৈয়দ রুবেল।

কোন মন্তব্য নেই

গত মঙ্গল বার হতে শাহবাগ আন্দোলন চ্লছে রাজাকার দের ফাসির দাবীতে।
ভালো। আমিও সমর্থন করি। 
কিন্তু এই ঘটি কয়েক রাজাকারদের ফাসি দিলে বাকী রাজাকারদের কি হবে?
যেখানে ক্ষমাতাসিন দলের রাজাকার রয়েছেন?
তাদের বিচার কে করবে?
৭১ এর পরে আজেও ৭১ এর মতো আজেও আমাদের বোন দের কে ধর্ষণ করে যাচ্ছে?
তাদের বিচার কে করবে?
৭১ এর পরে ৭১ এর মতো আজেও আমার নিরাপরাধ ভাই বোন দের কে যারা হত্যা করতেছে?
সেই সমস্ত ঘাতক দের কে বিচার করবে?
সাগর রণির হত্যার এক বছর পূর্ণ হলো আজ।
তাদের বিচার আজেও এই বাংলার মাটিতে হয়নি?
তাদের বিচার কে করবে?
তাদের বিচার নিয়ে একের পর এক ধারাবাহিক নাটক তৈরী হচ্ছে?
কবে শেষ হবে এই নাটক?
তাদের বিচার কি আদেও হবে?
আমার জানা নাই।
আপনাদের জানা আছে কি?
আজ নাস্তিক বাদীরা জামাত শিবিরের রাজনিতি বন্ধ করতে গিয়ে
ইসলামী রাজনিতি বন্ধ করতে বলতেছে?
লাখ মানুষের মত প্রকাশের প্রানের সোনার বাংলাদেশ  ব্লগ বন্ধ করতে বলতেছে?
কোটি মানুষের প্রিয় দিগন্ত টি ভি চ্যানেল বন্ধ করতে বলতেছে?
পাঠক প্রিয় দৈনিক আমার দেশ সহ  অন্য জাতীয় দৈনিক প্রত্রিকা গুলি বন্ধ করতে বলতেছে?
ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে বলতেছে?
ইসলামী ব্যাংক বন্ধ করতে বলতেছে?
আর মুসলমানেরা ঘরে বসে এই সব নাস্তিক বাদীদের হুমকি ধামকি শুনতেছে?
আজ কি হল মুসলমানদের?
তারা কেনো বলতেছে না নাস্তিক বাদীদের হাতের তৈরী করা মুক্তমনা ব্লগ সহ অন্য
ব্লগ গুলি বন্ধ করতে বলতেছেনা?
শিবিরের বিরুদ্ধে  লিখতে গিয়ে ইসলামের বিরুদ্ধে  কথা বলে?
সেই সবের বিরুদ্ধে কেনো প্রতিবাদ করতেছে না?
কারো ব্যাক্তিগত অপরাধের কারনে তো ইসলাম দ্বায়ী হতে পারেনা?

গণমাধ্যম বন্ধ করে দেওয়া এই কেমন স্বাধীনতা?
একেমন  স্বাধীন দেশ?
যারা সত্য ও ন্যায়ের উপর কথা বলে ?
তাদের মুখ কেনো বন্ধ করতে হবে?
সরকারের পক্ষে কথা বললে হয়ে যায় দেশ প্রেমিক?
সরকারের অপকর্মের বিরুদ্ধে কথা বললে হয়ে যায় রাজাকার?
যতসব গাঁজাখুরি ফতুয়া চলে আমাদের দেশে?
আমি বাংলার মুসলিমদের কে বলতেছি, তোমরা এখন থেকে যদি এই সবের প্রতিবাদ
না করো? তা হলে খাতা কলম নিয়ে লিখে নাও, মিয়ানমার মতো ও স্পনের মতো
বাংলাদেশেও এক দিন মুসলিম নিধন শুরু হবে যাবে।
সে দিন তোমরা কিছুই করতে পারবেনা।
সেই দিন তোমাদের কে ধরে ধরে হত্যা করা হবে।
কারন মুসলমানদের মানবধীকার থাকতে নেই?
এইটি আমার কথা নয়?
এই কথাটি আমার দেশ সম্পাদক মাহমুদুর স্যার  এর কথা।
যার কারনে আজ নাস্তিক বাদীরা বলতেছে এই পত্রিকাটি বন্ধ করে দিতে।
  
নাস্তিকদের কাছে আমার প্রশ্নঃ তোমরা যে সকল পত্রিকা ও টি ভি চ্যানেল বন্ধ করতে বলতেছো?
তারা তোমাদের পক্ষে দালালী করে না বলে বা সত্য ও ন্যায়ের উপর কথা বলে এর জন্য
বন্ধ করতে বলতেছো?

ইসলামী ব্যাংক এই বছরে সবচেয়ে বেশি মুনাফা লাভ করেছে বলে তোমরা তাদের কে বন্ধ করতে
বলতেছো?

ইবনেসিনা দেশের সব চেয়ে বড় উন্নত চিকিৎসালয়?
যারা প্রতিটি চিকিৎসা তে ১৫% ছাড় দেয়?
যা ইবনেসিনার ভালো চিকিৎসার মান আজ স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের পাঠ্য
বইতে তুলে ধরা হয়েছে?


এই জন্য কি তাদের কে বন্ধ করতে বলতেছিস?

এই প্রশ্নের গুলোর ভালো করে সুন্দর রুচিশীল ভাষায় উত্তর দে?

ইসলামের পক্ষে লিখার কারনে  হইতো তোরা আমাকে নব্য রাজাকার বলতে পারস?
তাতে আমার কোনো দুঃখ নাই।
কারন আমি যদি তোকে বলি তুই দেশের প্রধান মন্ত্রী?
প্রধান মন্ত্রী বললে ও যেমন করে তুই প্রধান মন্ত্রী হবিনা?
ঠিক তেমনি ভাবে আমাকেও রাজাকার বললে ও রাজাকার হবোনা।
তোদের রাজাকারের কথা তোদের মুখেই লেগে থাকবে।

তোরা যদি বলস দেশে আইনের শাসন আছে?
আমি বলবো নাই?
দেশে যদি আইনের শাসন থাকতো?
তা হলে রাষ্টপতি ফাসির আসামিদের কে ক্ষমা করতো না।
রাষ্টপতি ২৭ জন  ফাসির আসামিদের কে ক্ষমা  করেছে।

দেশে প্রতি মাসে ৩০ জনের চেয়ে বেশি নারী ধর্ষণের শিকার হচ্ছে।
আজও মানব জমিনে দেখলাম ৪ বছরের ২ টি নারী শিশু ধর্ষণের শিকার হয়েছে।
আমরা সকল অবিচারের বিচার চায়?
অপরাধী কে সেটা দেখতে চায়না।
আমরা নারী ধর্ষণ কারিদের জন্য শাহবাগের মতো আন্দোলন করতে চায়?
যাতে করে ধর্ষণ কারীরা ধর্ষণ করতে গেলে তাদের দেহে কম্পন,ঝাকুনি শুরু
হয়ে যায়।

তোদের গালা গালি আসবে আর যাবে?
কিন্তু সত্যের জয় হবেই হবে।
কারন সত্যের পক্ষে মহান আল্লাহ সব সময় আছেন
এবং থাকবেন।
আল্লাহ কারোর উপর অবিচার করবেন না।
আজকের দিনে তোমরা যা কিছু করতেছো?
সব কিছু মহান আল্লাহ লিপিবদ্ধ করতেছেন।
আল্লাহ সবার মনের খবর রাখেন।
তোমরা যা কিছু অন্তরে লালন করো ?

আমি গুনে ধরা মুসলমানদের বলে দিতে চায়?
যারা নবী করিম (সাঃ) গালি গালাজ করে?
আর তোমাদের গায়ে যদি না লাগে?
তোমরা কোনো মুসলিম নও?
এমন কি তোমাদের কাছে ঈমানের বিন্দু মাত্র লেসও নেই।
এই গুনে ধরা ঈমান নিয়ে আল্লাহর কাছ থেকে পার পেয়ে যেতে পারবেনা?
এর জন্য তোমাদের কে ও একদিন জবাব দিহি করতে হবে।
এক জন মুসলিমের কাছে আল্লাহ ও তার রাসুলের চেয়ে বেশি ভালবাসা থাকতে পারেনা।
হে মুসলমান তুমি তোমার ঈমানের ঘরের খবর লও।

যাদের অন্তরে ইসলামের মহব্বত আছে?
তারাই শেয়ার করবেন।
 my facebook@ Syed Rubel Write facebook

এর পর পড়ুন; বাংলাদেশের মেয়েরা এতোই সস্থা হয়েগেছে যে তাদের কে ভোগ করতে বিয়ে করা লাগেনা?

অতিরিক্ত সঙ্গমের ক্ষতি,সবাই পড়ে নিন।সৈয়দ রুবেল।



স্ত্রী সহবাসের উপযুক্ত সময়


কোন মন্তব্য নেই :