সরকারের মুখোশ খুলে দিয়েছেন মাহমুদুর রহমান।
গত শুক্রবারে বাংলার মুসলমানেরা কি দেখতে পেলো?
যারা ইসলামকে অবমাননা করে,
রাসুল (সাঃ) কে অশালীন কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ করে?
তাদের শাস্তির দাবিতে দেশের ধর্ম প্রাণ মুসলিমরা যখন রাস্তায় বিক্ষোভ করতে ছিলো?
তখন পুলিশ নির্বিচারে নিরহ মুসলিমদের উপর বৃষ্টির মতো গুলি,টিয়ার সেল,রাবার বুলেট নিক্ষেপ করতে থাকে।
গুলিবিদ্ধ হয়ে মারা যায় ৫ জন নিরিহ মুসলিম।
এই ঘটনা থেকে বুঝা যায় সরকার নিজেই নাস্তিকদের কে ইসলামের পিছনে লেলিয়ে দিয়েছে।
নাস্তিকদের এই সব কুরুচিপূর্ণ লেখা যখন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান দেশের
মানুষদের কাছে প্রকাশ করলো ?
সরকারের দুরযাপ শুরু হয়ে গেলো।
নাস্তিকদের ব্লগে ও ওয়েব সাইটে আল্লাহ ও নবী (সাঃ) এবং ইসলাম ধর্ম নিয়ে নোংরা পোস্ট প্রকাশ
করার দ্বায়ে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান এর বিরুদ্ধে আজ ৪ টি মামলা করলো সরকার।
অথচ যারা ইসলাম কে অবমাননা করেছে?
নবী (সাঃ) কে অশালীন ভাষায় গালিগালাজ করেছে তাদের বিরুদ্ধে ১ টি মামলাও করা হয়নি।
এবং তাদের কাউ কে গ্রেফতার পর্যন্ত করা হয়নি।
আজ প্রকাশে ঘুরে বেড়াচ্ছে।
আর সরকার মুখ দিয়ে বড় বড় লেকচার দিয়ে যাচ্ছে।
যারা ইসলাম ধর্ম কে অবমাননা করবে তাদের কে ছাড় দেওয়া হবেনা।
কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি?
সরকার যদি আগে থেকে ইসলাম অবমাননা কারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতো ?
তাহলে আজ দেশে এই রকম অবস্থা হতো না।
তাতে কি বুঝা যায় না সরকার এর সাথে সরাসরি জড়িত?
নয়লে সরকারের কিসের বাধা তাদের কে গ্রেফতার করে আইনের আওতায় আনতে?
নাকি তাদের কে গ্রেফতার করলে সরকারের মুখোশ খুলে যাবে?
কোনটা ?
আজ মাহমুদুর রহমানের উপর সরকারের এতো জুলুম নির্যাতন কেনো?
কেনো পত্রিকাটিতে বিজ্ঞাপন দিতে বাধা দেওয়া হচ্ছে?
কেনো পত্রিকা বিক্রয় করতে বাধা নিষেধ দেওয়া হচ্ছে?
সত্য কথা প্রকাশ করে দেয় বলে?
আমার হাসি পায় তখন যখন দেখি এতো বাধা নিষেধ থাকার পরও ১২ টাকার পত্রিকা ৫০ টাকায়
বিক্রয় হয়।
আমাকে যে প্রতিদিন পত্রিকা দেয় তাকে বললাম মানব জমিন এর সাথে আমার দেশ দিতে।
তখন সে আমাকে বললো আমার দেশ ৫০ টাকা দিয়েও কিনতে পারতেছেনা।
কথায় আছে রাখে আল্লাহ মারে কে?
আমি সরকারকে বলে দিতে চায়,
তুমি সরকার তাদের কে যদি বিচার না করো?
তা হলে বাংলার কোটি ধর্মপ্রাণ মুসলিম তোমাকে ক্ষমা করবেনা।
ফেরাউনের চেয়েও বেশি তোমাকে ঘৃণা করবে।
হে বাংলার মুসলমান আজ তুমি চেয়ে দেখো ভোট দিয়ে কাকে ক্ষমতায় বসিয়েছো?
যারা তাদের বিরুদ্ধে কথা বলে সে পৃথিবীর যে কোনো জায়গাতে থাকুক না কেনো
ধরে এনে বিচার করতে পারে।
কিন্তু যারা এই দেশে থেকেই ইসলাম কে অবমাননা করে তাদের বিচার করে না।
হে বাংলার মুসলমান আজ তুমি চেয়ে দেখো ভোট দিয়ে কাকে ক্ষমতায় বসিয়েছো?
যারা তাদের বিরুদ্ধে কথা বলে সেটা তাদের গায়ে আগুনের মতো লাগে।
কিন্তু যারা ইসলাম ও মহা নবী (সাঃ) কে নিয়ে অশালীন ভাষায় গালিগালাজ করে
সেটা তাদের গায়ে লাগে না ।
তুমি মুসলমান একটি কথা ভালো করে জেনে রাখো?
যারা নবীজি (সাঃ) কে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসবেনা?
তারা কখনো মুমিন হতে পারে না।
যারা নবীজি (সাঃ) কে নিজের জীবনের চেয়ে বেশি ভালবাসবেনা?
তাদের জান্নাতে যাওয়ার কোনো অধিকার নাই।
বিশ্বাস যদি না করো তা হলে মরে দেখো?
হারে হারে টের পাবা।
আমি নাস্তিক ভাইদের কে বলতেছি,
আপনারা ধর্ম মানেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যপার।
কিন্তু আপনি অন্য ধর্মকে আঘাত করে কথা বলতে পারেন না।
অন্য ধর্মের বিরুদ্ধে কথা বলার অধিকার আপনার নেই।
আমি মুসলিম ভাই বোনদের কে বলতেছি,
নাস্তিকেরা আপনাকে যতই গালিগালাজ করুক,
আপনি তাদের কে গালিগালাজ করবেন না।
কারন পাগলা কুকুর যদি আপনার পায়ে কামড় দেয়?
তা হলে আপনি ও কি পাগলা কুত্তার পায়ে কামড় দিবেন?
আর নাস্তিকেরা তো কুত্তার চেয়ে ও নির্কৃষ্ট।
হাজারো সালাম জানাই মাহমুদুর রহমান স্যারকে।
ইসলামের পক্ষে একাই লড়ে যাওয়ার জন্য।
স্যার দুঃখ পাবেন না,
নিরাশ হবেন না,
সত্যের বিজয় হবেই।
কারন সত্যের পক্ষে মহান আল্লাহ আছেন এবং থাকবেন।
Mahmudur Rahman - মাহমুদুর রহমান স্যারের fb পেইজ।
ব্লগারের সাথে ফেসবুকে যোগাযোগ করুণ
পোস্ট টি সবার সাথে শেয়ার করুণ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
1 টি মন্তব্য :
বাংলাদেশে সরকায় আরশল য়াজাকার.কারন তার বাবা দেশে আরশল য়াজাকা.1971সালে বাংলাদেশে মানুষদে ভাতে মারবে পানিতে মারবে বলেছিলো.তার মেয়ে কি বাংলাদেশে মানুষে ভালো চাতেপারে.য়াজাকা সরকায় আরশল য়াজাকার
একটি মন্তব্য পোস্ট করুন