সত্বীচ্ছেদ

কোন মন্তব্য নেই

নিয়ে একটি ভ্রান্ত ধারণা অনেকের
মাঝেই প্রচলিত রয়েছে।
কুমারী মেয়ে মাত্রই সতী হতে হবে, আর
প্রমাণ পাওয়া যাবে বিবাহের রাতে তার
সতীচ্ছেদের মাধ্যমে!
কিন্তু ডাক্তারি মতে, একজন নারীর
সত্বীচ্ছেদ নানা কারণেই হতে পারে।
খেলাধুলা, আঘাত
পাওয়া বা পড়ে যাওয়া থেকেও একজন
নারীর সত্বীচ্ছেদ হতে পারে। এজন্য
বিবাহের রাতে একজন নারীর সত্বীচ্ছেদ
না হলে তাকে অসতী ভাবাটা ভুল।
অথচ অনেক পুরুষের মাঝে সতীচ্ছেদের
ধারণাটি এতটাই প্রকট যে, বিয়ের
রাতে নতুন বউ এর সতীচ্ছেদের
বিষয়টাই যেন তার কাছে মূখ্য হয়ে ওঠে,
নতুন পরিবেশে বউকে খাপ খাইয়ে নেবার
বিষয়টি তার কাছেগৌণ হয়ে পড়ে।
আর নতুন বউ যদি 'সতী' থাকার
পরীক্ষায় উত্তীর্ণ (!)
হতে না পারে তাহলে পরবর্তিতে তার
সংসার জীবন হয়ে ওঠে দুর্বিসহ।
স্বামীর সন্দেহের আগুন তখনআচ্ছন্ন
হয়ে থাকে তাকে ঘিরে। অনেক
সময়দাম্পত্য কলহের প্রকটতায়
ডির্ভোসের মত বিষয়ও ঘটে।
তাই সতীচ্ছেদ বিষয়ে সেসকল পুরুষদের
দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনাটা জরুরি।


শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানান । তাদের কে জানতে দিন অজানা বিষয় গুলি। এই পোস্টি আপনার ফেসবুক পেইজে,আপনার ওয়ালে শেয়ার করুণ। প্রকাশক ও সম্পাদক ব্লগার_সৈয়দ রুবেল লেখকজানার আছে অনেক কিছু

কোন মন্তব্য নেই :