আজ মানবধিকার গোষ্ঠী কোথায়?মুসলিমদের জন্য তারা কি অন্ধ?
বর্তমানে মায়ানমারে মুসলিম নিধন চলতেছে। এই জগন্য গণহত্যা কাদের হাতের ইশারায় হচ্ছে? আজ মানবধিকার গোষ্ঠীরা কোথায়?মুসলিমদের জন্য তারা কি অন্ধ? আজ বিশ্ব মিডিয়াদের চোখ থাকে কোথাই? যে মিডিয়ারা সামান্য মালালার জন্য বিশ্ব তুল পার করে ছিল। সেই অতি মানবতাবাদী মিডিয়ারা আজ কেনো নিরব? কারন তারা মুসলিমদের সম্পতি নয়? তারা অমুসলিমদের সম্পতি। আজ তথাকথিত মানবধিকারিদের বলে দিতে চাই সকল অবিচারের বিচার হবে একদিন। সেই দিনের কঠিন বিচার তোদের বাপ দাদার চৌদ্দগোষ্ঠীরা ও ঠেকাতে পারবেনা. কারণ সর্বশক্তমান যিনি? সবার সব কিছু দেখতেছেন তিনি। যখন ধরবেন ? তখন পালাবার পথ খুজে পাবেনা। যা কিছু করার করতে থাকেন। সময় সব কিছু বলে দিবে। ব্লগার সৈয়দ রুবেল। লেখক_জানার আছে অনেক কিছু। শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানান ।এটা আপনার আমার সকলের দ্বায়িত্ব । প্রকাশক ও সম্পাদক সৈয়দ রুবেল উদ্দিন
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন