এক বোকা নারী থেকে শিক্ষা নাও। ...♥...
হাকিমুল উম্মত হজরত আশরাফআলি থানবি (রাহঃ) বলতেন, এক
বোকা অশিক্ষিত
মেয়ে থেকে শিক্ষা নাও।
একটি বোকা মেয়ে দু'টো কথা উচ্চারন
করে একজন পুরুষের সাথে সম্পর্ক
স্থাপন করে। একজন বলে,
আমি তোমাকে বিয়ে করলাম। অন্যজন
বলে আমি কবুল করলাম। এই
দু'টো কথাকে মেয়েটা এতটুকু সম্মান
করে যে, যার জন্য সে মাতা-পিতা, ভাই-
বোন বংশ পরিবারসহ সবকিছুর
মায়া ত্যাগ করে একমাত্র স্বামীর জন্য
হয়ে যায়। স্বামীর গৃহবন্দী হয়ে যায়।
ছোট্ট দু’টি কথার মূল্যায়ন তার
কাছে এতো বেশি! হজরত থানবি (রাহঃ)
বলেন, একটি বোকা মেয়ের দু'টো মাত্র
কথার প্রতি এতোটা গভীর আস্থা,
শ্রদ্ধা ও হৃদ্যতা যে, সে এ দু'টো কথার
সম্মান রক্ষার্থে সবকিছু পরিত্যাগ
করে স্বামীর জন্য উৎসর্গিত হয়ে যায়।
অথচ তোমরা তো এতটুকুও পার না।
তোমরাও তো দু'টো কথা এভাবে উচ্চারণ
করেছ। কালিমায়ে তাইয়্যিবা-
‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর
রাসূলুল্লাহ’ অর্থাৎ আল্লাহ
ছাড়া কোনো মাবুদ নেই। হজরত মুহাম্মদ
(সাঃ) আল্লাহর রাসূল। কথাটুকু উচ্চারণ
করেছ। অথচ তোমরা যার জন্য
দু'টো কথা পাঠ করলে তার জন্য
উৎসর্গিত হতে পার না। এই কালিমার
প্রতি বোকা মেয়েটির সমান আস্থা ও
শ্রদ্ধাশীল হতে পারলেনা।
মেয়েটি দু’টো কথার ইজ্জত রক্ষা করল,
তার সবকিছু স্বামীর জন্য নিবেদন
করে। কিন্তু
তোমরা তো পারলে না আল্লাহর জন্য
নিবেদিত হতে।
## আপনার প্রিয়জনদের
কাছে পৌঁছে দিন ইসলামের শাশ্বত বাণী।
হৃদয় থেকে হৃদয় উদ্ভাসিত হোক ঈমানের
আলোকচ্ছটায়।
ব্লগ সম্পাদক ও এ্যাডমিনঃসৈয়দ রুবেল উদ্দিন
Next post "ভুল ধারণাগুলো দূর করুন তামাক- জর্দা ক্ষতিকর কিন্তু সুপারি?
ব্লগের প্রকাশিত পোস্ট গুলি ফেসবুকে শেয়ার করে আমাদের চলার পথকে আরো গতিময় করে তুলুন ।আমরা দিন রাত খাটিয়ে পোস্ট গুলি লেখি ।ব্লগে প্রকাশ করে আপনাদেরকে উপহার দেয় ।আপনারা যদি শেয়ার না করেন?তাহলে আমরা তো সামনে এগিয়ে যেতে পারবোনা ।আমার ব্লগ বাড়ীতে বেড়াতে আসার জন্য আপনাকে ধন্যবাদ ।সাথে থাকুন সব সময় ।আল্লাহ্ হাফেজ ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন