প্রশ্নঃ কিছু ইমাম অনেক দ্রুত রুকূ, সিজদা করে থাকে যেটা নামাজ অনেক জটিল করে দেয়। এটা কি গ্রহণযোগ্য?

কোন মন্তব্য নেই
প্রশ্নঃ কিছু ইমাম অনেক দ্রুত রুকূ,
সিজদা করে থাকে যেটা নামাজ অনেক
জটিল করে দেয়। এটা কি গ্রহণযোগ্য?
উত্তরঃ ডাঃ জাকির নায়েকঃ
হ্যাঁ, এমনটা হরহামেশাই দেখা যায়।
কিন্তু এটা সম্পূর্ণ ভুল পন্থা।
হাদীসে বলা হয়েছে যে,
একদিন মুহাম্মাদ (সা) মসজিদে প্রবেশ
করলেন এবং তাকে একটি লোক অনুসরণ
করছিলো। সে নামাজ আদায়
করে মুহাম্মাদ (সা) কে সালাম দিলো।
তিনি সালামের জবাব দিয়ে বললেন, যাও
এবং নামাজ পড়, কারণ ‍তুমি নামাজ
পড় নি। সে নামাজ
পড়ে ফিরে এলে তাকে আবার নামাজ
পড়তে বললেন এবং তিনবার
লোকটিকে এভাবে নামাজ
পড়তে বলা হলো। তারপর লোকটি বলল,
আমি এর চেয়ে ভালোভাবে নামাজ
পড়তে জানি না, হে রসূলুল্লাহ (সা)
কীভাবে নামাজ পড়তে হয়
তা আপনি আমাকে শিখিয়ে দিন। তখন
নাবী করীম (সা) বললেন, নামাজ পড়
সেই ভাবে যেভাবে আমাকে পড়তে দেখো।
( সহীহ বুখারী, অধ্যায় সালাত, হাদীস
৮৫৭)
সুতরাং দ্রুত নামাজ পড়া যাবে না,
আস্তে আস্তে নামাজ পড়তে হবে।
যদি মনে হয় যে ২০ রাকআত নামাজ
পড়া সম্ভব নয়, তবে ৮ রাকআত
পড়তে হবে, তবুও দ্রুত নামাজ
পড়া উচিত নয়।
Next post মওতেরও কি মরণ হবে?

ব্লগ সম্পাদক ও এ্যাডমিনঃসৈয়দ রুবেল উদ্দিন

ব্লগের প্রকাশিত পোস্ট গুলি ফেসবুকে শেয়ার করে আমাদের চলার পথকে আরো গতিময় করে তুলুন ।আমরা দিন রাত খাটিয়ে পোস্ট গুলি লেখি ।ব্লগে প্রকাশ করে আপনাদেরকে উপহার দেয় ।আপনারা যদি শেয়ার না করেন?তাহলে আমরা তো সামনে এগিয়ে যেতে পারবোনা ।আমার ব্লগ বাড়ীতে বেড়াতে আসার জন্য আপনাকে ধন্যবাদ ।সাথে থাকুন সব সময় ।আল্লাহ্ হাফেজ ।

কোন মন্তব্য নেই :