পুরুষের রূপচর্চার কিছু টিপস

কোন মন্তব্য নেই
১) আপনার চোখকে উজ্জ্বল
রাখতে...বেগানা নারী থেকে চোখ
নামিয়ে নিন, এতে আপনার চোখ
ঝকঝকে ও মন পরিশুদ্ধ থাকবে।
২) আপনার চেহারাকে সুন্দর ও
উজ্জ্বল করতে, কমপক্ষে দিনে পাঁচবার
অজু করুন।
৩)
নিজেকে আত্মবিশ্বাসী দেখাতে সবসময়
আল্লাহকে স্মরণ করুন এবং ন্যায়নিষ্ঠ
থাকুন।
৪) পৌরুষদীপ্ত চেহারার জন্য দাঁড়ি বড়
করুন, গোঁফ ছেঁটে রাখুন; নারীসুলভ
কমনীয় গাল আপনার জন্য নয়।
৫) একই সাথে মজবুত ও সংবেদনশীল
ব্যক্তিত্বের অধিকারী হতে অন্যায়ের
প্রতিবাদ করুন, দুর্বলকে সাহায্য
করুন।
৬) নির্ভরযোগ্যতা অর্জন
করতে সত্য কথা বলুন,
কথা দিয়ে কথা রাখুন।
৭) হার্টের সমস্যা এড়াতে,
যারা আপনাকে কষ্ট দেয় তাদের
ক্ষমা করুন।
৮) সুস্থ দেহের জন্য হালাল ও পরিমিত
খাবার খান।
সৃষ্টিকর্তার এই
উপদেশগুলো মেনে চললে,
আপনি অন্তরে ও বাইরে সত্যিকারের
সুপুরুষ হতে পারবেন ইনশাআল্লাহ।


ব্লগ সম্পাদক ও এ্যাডমিনঃসৈয়দ রুবেল উদ্দিন
Next post "চট্টগ্রাম নার্সিং কলেজে হিজাব নিষিদ্ধ করার আসল কারণ

ব্লগের প্রকাশিত পোস্ট গুলি ফেসবুকে শেয়ার করে আমাদের চলার পথকে আরো গতিময় করে তুলুন ।আমরা দিন রাত খাটিয়ে পোস্ট গুলি লেখি ।ব্লগে প্রকাশ করে আপনাদেরকে উপহার দেয় ।আপনারা যদি শেয়ার না করেন?তাহলে আমরা তো সামনে এগিয়ে যেতে পারবোনা ।আমার ব্লগ বাড়ীতে বেড়াতে আসার জন্য আপনাকে ধন্যবাদ ।সাথে থাকুন সব সময় ।আল্লাহ্ হাফেজ ।

কোন মন্তব্য নেই :