নারীদের মাহরাম তথা যাদের সাথে দেখা করা জায়েজ

কোন মন্তব্য নেই
১-বাপ, দাদা, নানা ও তাদের উর্ধ্বতন
ক্রমানু পুরুষগণ।
২-সহোদর ভাই, বৈমাত্রেয় ও বৈপিত্রেয়
ভাই।
৩-শ্বশুর, আপন দাদা শ্বশুর ও
নানা শ্বশুর এবং তাদের উর্ধ্বতন
ক্রমানু পুরুষগণ।
৪-আপন ছেলে, ছেলের ছেলে, মেয়ের
ছেলে এবং তাদের ঔরষজাত পুত্র
সন্তান এবং কন্যা সন্তানদের স্বামী।
৫-স্বামীর অন্য স্ত্রীর গর্ভজাত
পুত্র।
৬-ভাতিজা, ভাগিনা তথা সহোদর,
বৈমাত্রেয় ও বৈপিত্রেয় ভাই ও বোনের
ছেলে ও তাদের অধঃস্থন কোন ছেলে।
৭-আপন চাচা অর্থাৎ বাপের সহোদর,
বৈপিত্রেয় ও বৈমাত্রেয় ভাই।
৮-আপন মামা তথা মায়ের সহোদর,
বৈমাত্রেয় ও বৈপিত্রেয় ভাই।
৯-দুধ সম্পর্কীয় ছেলে, উক্ত ছেলের
ছেলে, দুধ সম্পর্কীয় মেয়ের ছেলে ও
তাদের ঔরষজাত যে কোন পুত্র সন্তান
এবং দুধ সম্পর্কীয় মেয়ের স্বামী।
১০-দুধ সম্পর্কীয় বাপ, চাচা, মামা,
দাদা, নানা ও তাদের উর্ধ্বতন ক্রমানু
পুরুষগণ।
১১-দুধ সম্পর্কীয় ভাই, দুধ ভাইয়ের
ছেলে, দুধ বোনের ছেলে এবং তাদের
ঔরষজাত যে কোন পুত্র সন্তান।
১২-শরীয়ত অনুমোদিত বৈধ স্বামী।
১৩-যৌন শক্তিহীন এমন বৃদ্ধ, যার
মাঝে মহিলাদের প্রতি কোন আকর্ষণ
নেই আবার মহিলাদেরও তার প্রতি কোন
আকর্ষণ নেই।
১৪-অপ্রাপ্ত বয়স্ক এমন বালক যার
মাঝে এখনো যৌন আকর্ষণ সৃষ্টি হয়নি।
উপরোক্ত পুরুষগণ ছাড়া কোন মহিলার
জন্য অন্য কোন পুরুষের সাথে দেখা-
সাক্ষাৎ সম্পূর্ণ হারাম।
পুরুষের মাহরাম তথা যাদের
সামনে যাওয়া জায়েজ
১-মা।
২-দাদি।, নানী ও তাদের উর্ধ্বতন
ক্রমানু মহিলাগণ।
৩-বোন [আপন হোক বা দুধ বোন
বা বৈপিত্রেয় বা বৈমাত্রেয় হোক]।
৪-আপন মেয়ে, ছেলের মেয়ে, মেয়ের
মেয়ে, এবং তাদের গর্ভজাত যে কোন
কন্যা সন্তান ও ছেলে সন্তানদের
স্ত্রী।
৫-বিবাহিত বৈধ স্ত্রী এবং যে স্ত্রীর
সাথে দৈহিক মিলন সংঘটিত হয়েছে তার
পূর্ববর্তী বা পরবর্তী স্বামীর
কন্যা সন্তান। স্ত্রীর মা অর্থাৎ
শ্বাশুরী, দাদী শ্বাশুরী।
৬-ফুপু, তথা পিতার সহোদর বোন,
বৈমাত্রেয় ও বৈপিত্রেয় বোন।
৭-খালা তথা মায়ের সহোদর বোন,
বৈমাত্রেয় বোন ও বৈপিত্রেয় বোন।
৮-ভাতিজি, তথা সহোদর, বৈপিত্রেয় ও
বৈমাত্রেয় ভাইয়ের মেয়ে তাদের
অধঃস্থন কন্যা সন্তান।
৯-ভাগ্নি তথা সহোদর, বৈমাত্রেয় ও
বৈপিত্রেয় বোনের মেয়ে ও তাদের
অধঃস্থন কন্যা সন্তান।
১০-দুধ সম্পর্কীয় মেয়ে, মেয়ের মেয়ে,
ছেলের মেয়ে ও তাদের অধঃস্থন যে কোন
কন্যা সন্তান ও দুধ সম্পর্কীয় ছেলের
স্ত্রী।
১১-দুধ সম্পর্কীয় মা, খালা, ফুপু, নানী,
দাদী ও তাদের উর্ধ্বতন ক্রমানু
মহিলাগণ।
১২-দুধ সম্পর্কীয় বোন, দুধ বোনের
মেয়ে, দুধ ভাইয়ের মেয়ে এবং তাদের
গর্ভজাত যে কোন কন্যা সন্তান।
১৩-যৌন শক্তিহীন এমন বৃদ্ধা যার
প্রতি পুরুষের কোন প্রকার আকর্ষণ
নেই।
১৪-অপ্রাপ্ত বয়স্কা এমন মেয়ে যার
প্রতি পুরুষের এখনো যৌন আকর্ষণ
সৃষ্টি হয়নি।
উপরোক্ত মহিলাগণ ছাড়া কোন পুরুষের
জন্য অন্য কোন মহিলার সাথে দেখা-
সাক্ষাৎ করা জায়েজ নয়। সম্পূর্ণ
হারাম।
দ্রষ্টব্য:
সূরা আহযাব-৫৩-৫৫
সূরা নিসা-২৩
সূরা নূর-৩০-৩১
তাফসীরে মাআরিফুল
কুরআন-২/২৫৬-৩৬১
তাফসীরে মাআরেফুল
কুরআন-৬/৪০১-৪০৫
তাফসীরে মাযহারী-২/২৫৪-২৬১ ও
৬/৪৯৭-৫০২
# পড়া শেষে শেয়ার করতে ভুলবেন না।
মানবতার মুক্তির
লক্ষ্যে ইসলামের আলো ছড়িয়ে দিন,
একটি অগ্নিশিখা থেকে
জ্বেলে দিন লক্ষ আলোক প্রদীপ।

ব্লগ সম্পাদক ও এ্যাডমিনঃসৈয়দ রুবেল উদ্দিন
Next post "রাসূলুল্লাহ (সাঃ) এর খেদমতে নারীর জিজ্ঞাসা ...♥♥...
ব্লগের প্রকাশিত পোস্ট গুলি ফেসবুকে শেয়ার করে আমাদের চলার পথকে আরো গতিময় করে তুলুন ।আমরা দিন রাত খাটিয়ে পোস্ট গুলি লেখি ।ব্লগে প্রকাশ করে আপনাদেরকে উপহার দেয় ।আপনারা যদি শেয়ার না করেন?তাহলে আমরা তো সামনে এগিয়ে যেতে পারবোনা ।আমার ব্লগ বাড়ীতে বেড়াতে আসার জন্য আপনাকে ধন্যবাদ ।সাথে থাকুন সব সময় ।আল্লাহ্ হাফেজ ।

কোন মন্তব্য নেই :