এক সঙ্গে পাঁচ সন্তানের জন্ম!

কোন মন্তব্য নেই

স্টাফ রিপোর্টার, খুলনা থেকে: এক
সঙ্গে সুস্থ ও সবল পাঁচটি সন্তানের
জন্ম দিলেন গর্বিত মা শিমু বেগম
(২৩)। তিনি গোপালগঞ্জ জেলার
করপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের
ইউপি সদস্য গফ্ফার খানের স্ত্রী।
গতকাল খুলনা মেডিকেল কলেজ
হাসপাতালে সিজারের মাধ্যমে এই
সন্তানগুলো প্রসব করানো হয়।
পাঁচটি সন্তানের মধ্যে একজন
ছেলে সন্তান ও চার জন মেয়ে সন্তান।
শিমু বেগমের স্বামী গফ্ফার খান
জানান, তার স্ত্রীর শরীর
স্বাভাবিকের চেয়ে অনেক ভারি হওয়ায়
প্রথমে তাকে গোপালগঞ্জ সদর
হাসপাতালে পরীক্ষা করানো হয়।
সেখানে পরীক্ষা-নিরীক্ষা করার পর
ডাক্তাররা বলেন, তার
গর্ভে চারটি সন্তান আছে।
তবে প্রত্যেকেই সুস্থ রয়েছে। এরপর
ডেলিভারির সময় ঘনিয়ে এলে তাকে গত
সপ্তাহে গোপালগঞ্জ সদর
হাসপাতালে ভর্তি করানো হয়।
পরে সেখানকার ডাক্তারদের
পরামর্শে ভালো চিকিৎসার জন্য গত
১৭ই জুলাই দিবাগত
রাতে খুলনা মেডিকেল কলেজ
হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেও
ডাক্তাররা পরীক্ষা করে দেখেন শিমু
বেগমের গর্ভে চারটি সন্তান রয়েছে।
তারপর গত তিনদিন মেডিকেলের
ডাক্তাররা তাকে নিবিড়
পর্যবেক্ষণে রাখেন। অবশেষে গতকাল
শনিবার সকাল সাড়ে ৯টায় সিজারের
মাধ্যমে সন্তানগুলো প্রসব
করানো হয়। তবে চারটি নয়
একে একে পাঁচটি সন্তানের জন্ম দেয়
শিমু বেগম। তবে চারটি সন্তান শিশু
ওয়ার্ডে রাখলেও তুলনামূলক
ভাবে ওজন অনেক কম হওয়ায়
একটি সন্তানকে ইনটিভেটরে রেখেছেন
ডাক্তাররা।
উলেৱখ্য, এই জটিল প্রক্রিয়াটির
নেতৃত্ব দেন খুলনা মেডিকেল কলেজ
হাসপাতালের লেবার গাইনি ইউনিট-২
ওয়ার্ডের প্রধান ডা. জান্নাতুল
ফেরদৌসী। এছাড়া, গত ৭২
ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে ছিলেন ওই
ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার ডা.
পাপড়ি খানম। প্রতিটি সন্তানের ওজন
হয়েছে গড়ে প্রায় দুই কেজি করে। এই
সম্পর্কে সদ্য জন্মগ্রহণ
করা পাঁচটি সন্তানের পিতা গফ্ফার
খান বলেন, আমরা খুবই আনন্দিত যে,
এই ধরনের একটি বিরল ঘটনা আমাদের
পরিবারে ঘটলো। তিনি আরও বলেন,
মাহে রমজানের প্রথমদিনে আলৱাহর
এই নিয়ামত আমাদের জন্য বিরাট
পাওয়া। তিনি স্ত্রী ও সন্তানদের
জন্য সকলের কাছে দোয়াও চাইলেন।
অপরদিকে এই খবর
ছড়িয়ে পড়লে সংশিৱষ্ট ওয়ার্ডের
ডাক্তার, সেবিকা ও সাধারণ
দর্শনার্থীদের ভিড় বেড়ে যায়। সকলেই
সন্তানদের ও তাদের মাকে একনজর
দেখার জন্য ব্যস্ত হয়ে পড়েন। এ চাপ
সামলাতেও কর্তব্যরত ডাক্তার ও
সেবিকাদের সাময়িক হিমশিম খেতে হয়।
উলেৱখ্য, এর আগে খুলনা মেডিকেল
কলেজ
হাসপাতালে একসঙ্গে চারটি সন্তান
প্রসব করেছিলে
ব্লগ সম্পাদক ও এ্যাডমিনঃ সৈয়দ রুবেল উদ্দিন

ব্লগের প্রকাশিত পোস্ট গুলি ফেসবুকে শেয়ার করে আমাদের চলার পথকে আরো গতিময় করে তুলুন ।আমরা দিন রাত খাটিয়ে পোস্ট গুলি লেখি ।ব্লগে প্রকাশ করে আপনাদেরকে উপহার দেয় ।আপনারা যদি শেয়ার না করেন?তাহলে আমরা তো সামনে এগিয়ে যেতে পারবোনা ।আমার ব্লগ বাড়ীতে বেড়াতে আসার জন্য আপনাকে ধন্যবাদ ।সাথে থাকুন সব সময় ।আল্লাহ্ হাফেজ ।

কোন মন্তব্য নেই :