যেই দরজাটি কেউ বন্ধ করতে পারে না
একটি শিক্ষণীয় ঘটনা:এক যুবক কোন এক
মহিলাকে ফুসলিয়ে তার সাথে অবৈধ
কাজের জন্য রাজী করে ফেলল।
তাকে নিয়ে ঘরে প্রবেশ
করে যুবকটি বললঃ ঘরের সকল দরজা-
জানালা বন্ধ করে দাও।
মহিলাটি বললঃ ঘরের সকল দরজা বন্ধ
করে দিয়েছি। কিন্তু
একটি দরজা খোলা রয়েছে।
যুবকটি বললঃ তাও বন্ধ করে দাও।
মহিলাটি বললঃ আমি তা বন্ধ করার
ক্ষমতা রাখি না।
যবুকটি বললঃ আমাকে সেই
দরজাটি দেখিয়ে দাও। আমি তা বন্ধ
করে দেই। মহিলাটি আকাশের
দিকে ইংগিত করে বললঃ আকাশের
দরজা বন্ধ করে দাও। সে ভীত
সন্ত্রস্ত হয়ে বললঃ আমিও
তো তা বন্ধ করার ক্ষমতা রাখি না।
মহিলাটির কথা শুনে আল্লাহর
ভয়ে যুবকের শরীরে কাঁপন সৃষ্টি হল
এবং সে গুনাহএর কাজে লিপ্ত হওয়ার
বাসনা ছেড়ে দিয়ে আল্লাহর
কাছে তাওবা করল।
ব্লগ সম্পাদক ও এ্যাডমিনঃসৈয়দ রুবেল উদ্দিন
"তারাবীর নামাযের রাকআত সংখ্যাঃ
ব্লগের প্রকাশিত পোস্ট গুলি ফেসবুকে শেয়ার করে আমাদের চলার পথকে আরো গতিময় করে তুলুন ।আমরা দিন রাত খাটিয়ে পোস্ট গুলি লেখি ।ব্লগে প্রকাশ করে আপনাদেরকে উপহার দেয় ।আপনারা যদি শেয়ার না করেন?তাহলে আমরা তো সামনে এগিয়ে যেতে পারবোনা ।আমার ব্লগ বাড়ীতে বেড়াতে আসার জন্য আপনাকে ধন্যবাদ ।সাথে থাকুন সব সময় ।আল্লাহ্ হাফেজ ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন