101) সূরা কারেয়া (মক্কায় অবতীর্ণ), আয়াত সংখ্যা 11[বাংলা অর্থ সহ]
ﺑِﺴْﻢِ ﺍﻟﻠّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤـَﻦِﺍﻟﺮَّﺣِﻴﻢِ
শুরু করছি আল্লাহর
নামে যিনি পরম করুণাময়,
অতি দয়ালু। eee
Ayahs: | 1-11 |
ﺍﻟْﻘَﺎﺭِﻋَﺔُ
(1
করাঘাতকারী,
Al-Qâri’ah (the
striking Hour i.e. the
Day of Resurrection),
ﻣَﺎ ﺍﻟْﻘَﺎﺭِﻋَﺔُ
(2
করাঘাতকারী কি?
What is the striking
(Hour)?
ﻭَﻣَﺎ ﺃَﺩْﺭَﺍﻙَ ﻣَﺎ ﺍﻟْﻘَﺎﺭِﻋَﺔُ
(3
করাঘাতকারী সম্পর্কে আপনি
কি জানেন ?
And what will make
you know what the
striking (Hour) is?
ﻳَﻮْﻡَ ﻳَﻜُﻮﻥُ ﺍﻟﻨَّﺎﺱُ
ﻛَﺎﻟْﻔَﺮَﺍﺵِ ﺍﻟْﻤَﺒْﺜُﻮﺙِ
(4
যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত
পতংগের মত
It is a Day whereon
mankind will be like
moths scattered
about,
ﻭَﺗَﻜُﻮﻥُ ﺍﻟْﺠِﺒَﺎﻝُ ﻛَﺎﻟْﻌِﻬْﻦِ
ﺍﻟْﻤَﻨﻔُﻮﺵِ
(5
এবং পর্বতমালা হবে ধুনিত
রঙ্গীন পশমের মত।
And the mountains
will be like carded
wool,
ﻓَﺄَﻣَّﺎ ﻣَﻦ ﺛَﻘُﻠَﺖْ ﻣَﻮَﺍﺯِﻳﻨُﻪُ
(6
অতএব যার পাল্লা ভারী হবে,
Then as for him
whose balance (of
good deeds) will be
heavy,
ﻓَﻬُﻮَ ﻓِﻲ ﻋِﻴﺸَﺔٍ ﺭَّﺍﺿِﻴَﺔٍ
(7
সে সুখীজীবন যাপন করবে।
He will live a
pleasant life (in
Paradise).
ﻭَﺃَﻣَّﺎ ﻣَﻦْ ﺧَﻔَّﺖْ ﻣَﻮَﺍﺯِﻳﻨُﻪُ
(8
আর যার পাল্লা হালকা হবে,
But as for him whose
balance (of good
deeds) will be light,
ﻓَﺄُﻣُّﻪُ ﻫَﺎﻭِﻳَﺔٌ
(9
তার ঠিকানা হবে হাবিয়া।
He will have his
home in Hawiyah
(pit, i.e. Hell).
ﻭَﻣَﺎ ﺃَﺩْﺭَﺍﻙَ ﻣَﺎ ﻫِﻴَﻪْ
(10
আপনি জানেন তা কি?
And what will make
you know what it is?
ﻧَﺎﺭٌ ﺣَﺎﻣِﻴَﺔٌ
(11
প্রজ্জ্বলিত অগ্নি!
(It is) a hot blazing
Fire!
Ayahs: | 1-11 |
Next 102) সূরা তাকাসূর (মক্কায় অবতীর্ণ), আয়াত সংখ্যা 8
এই সূরা টি ফেসবুকে শেয়ার করে আপনার দ্বীনি ভাই বোনদের কে কোরআন শিক্ষা দিন । যে কোরআনের একটি অক্ষর শিখবে, দয়াময় আল্লাহ তাঁর আমলনামায় দশটি নেকী লিখবেন ।যে শিখাবে, তাকেও দশটি নেকী দেওয়া হবে ।সর্বশ্রেষ্ঠ তিনি কোরআন শিক্ষা গ্রহন ও অন্যদেরকে কোরআনের শিক্ষা দেয় যিনি ।হে মহান আল্লাহ তাঁয়ালা, দ্বীনি খেদমতে আমাদের সবাইকে কবুল করুন ।আমিন । প্রকাশক ও সম্পাদক সৈয়দ রুবেল উদ্দিন
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন